ধর্ষণের অভিযোগে জেল খাটছে ওই বৃদ্ধ৷ ৮৪ বছরের ওই বৃদ্ধের দাবি, তার বয়সই তার সবচেয়ে বড় প্রমাণ, সে ধর্ষণ করতে পারে না৷ কারণ, তার আর যৌনইচ্ছে নেই শরীরে৷ কিন্তু সুপ্রিম কোর্টকে দেওয়া পুলিশের রিপোর্টে বলা হয়েছে, ওই ব্যক্তির যৌন ক্ষমতা ও ইচ্ছে রয়েছে৷
অভিযুক্ত ব্যক্তির পক্ষে মামলা লড়ছেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল৷ আদালতে তিনি সওয়াল করেন, এই ব্যক্তির বয়স ৮৪ বছর৷ যৌন ক্ষমতা আর নেই৷ তাঁর মক্কেল যে কোনও মেডিক্যাল টেস্ট দিতে রাজি৷ রাজি পিতৃত্বের পরীক্ষা দিতেও৷
advertisement
পশ্চিমবঙ্গ সরকারের তরফে আইনজীবী লিজ ম্যাথিউ আদালতের কাছে মাটিগাড় পুলিশ স্টেশনের রিপোর্টটি তুলে ধরেন৷ সেই রিপোর্টে বলা হয়েছে, অভিযুক্তের ডিএনএ টেস্ট করা হয়েছে৷ সদ্যোজাত শিশুটির জন্মদাতা ওই ব্যক্তিই৷ ৮৪ বছর বয়স হলেও তার যৌন ক্ষমতা রয়েছে৷
কপিল সিব্বল পাল্টা সওয়ালে আদালতে জানান, তাঁর মক্কেলের শরীর দিনের পর দিন খারাপ হচ্ছে৷ ১২ মে থেকে জেলবন্দি৷ যত দ্রুত সম্ভব ডিএনএ টেস্ট হোক৷