নৃশংস এই ভিডিও-তে দেখা গিয়েছে, নিরস্ত্র একদল মানুষের উপরে বেশ কয়েকজন রাইফেল থেকে পরের পর গুলি ছুড়ছে। গুলি করার আগে আক্রান্তদের লাঠি দিয়ে বেধড়ক মারাও হয়।
আরও পড়ুন: জঙ্গিদের খোঁজে তল্লাশির সময় বিস্ফোরণ, কাশ্মীরে হত দুই সেনা জওয়ান! এখনও চলছে অভিযান
জানা গিয়েছে, মোরেনা থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত লেপা গ্রামে আজ সকাল দশটা নাগাদ এই ঘটনা ঘটেছে। গ্রামের দুই বাসিন্দা ধীর সিং তোমার এবং গজেন্দ্র সিং তোমারের পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। ২০১৩ সালেও ময়লা ফেলা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেঁধেছিল৷ সেই সময় ধীর সিং তোমারের পরিবারের দুই সদস্য মারা যায়৷ ওই ঘটনার জেরে গজেন্দ্র সিংয়ের পরিবার গ্রাম ছেড়ে পালিয়েছিল৷
advertisement
এর পর আদালতের বাইরে দুই পরিবার নিজেদের মধ্যে মিটমাট করে নেয়৷ আজই গ্রামে ফিরে এসেছিল গজেন্দ্র সিং তোমারের পরিবার৷ এর পরই ধীর সিং তোমারের পরিবার গজেন্দ্রর পরিবারের উপরে পূর্ব পরিকল্পিত হামলা চালায় বলে অভিযোগ৷
যে ছ জনের মৃত্যু হয়েছে, তাঁঁদের মধ্যে গজেন্দ্র সিং এবং তাঁর দুই ছেলে রয়েছেন৷ পুলিশ জানিয়েছে, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে৷ ইতিমধ্যেই ৮ জন অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ৷