শেক্সপিয়ার সরণী শ্যুটআউট কাণ্ডে (Shakespeer Sarani Shootout) ব্যবসায়ী পঙ্কজ সিং কে গুলি চালানোর ঘটনায় কলকাতা পুলিশের (Kolkata Police) গুণ্ডা দমন শাখার হাতে গ্রেফতার এক অভিযুক্ত | ধৃতের নাম, রণিত গুপ্তা ওরফে বঙ্গী | হাজরা রোড ও শরৎ বোস রোডের ক্রসিং থেকে গ্রেফতার হয় রণিত | পেশায় অনলাইন খাবার ডেলিভারি বয় | আপাতত ব্যবসায়ী অস্ত্রোপচারের পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন |
advertisement
আরও পড়ুন - Met Gala 2021: Madona-র যৌবন মাখা মেয়ের শরীরে বোল্ড পোশাক, তবে দর্শকদের নজর আটকালো বাহুমূলে!
ঠিক কিভাবে শেক্সপিয়ার সরণী শ্যুটআউট কাণ্ডে (Shakespeer Sarani Shootout) ঘটনা ঘটল?
রবিবার রাত দশটা নাগাদ বাল্লিগঞ্জের দেওদার স্ট্রিটের গনেশ পুজোর বিসর্জন ছিল | ওই অভিযুক্তরা এই বিসর্জনের শোভাযাত্রা সঙ্গে বাইক নিয়ে যাচ্ছিল | পার্ক সার্কাস হয়ে এজেসি বোস রোড হয়ে যখন যাচ্ছিল তখন ব্যবসায়ী পঙ্কজএর গাড়ির সঙ্গে টক্কার শুরু হয় ওই বাইক স্কুটি আরোহীদের | দু'পক্ষের মধ্যে চলে গালিগালাজ | অভিযুক্ত বাইক আরোহী মত্ত অবস্থায় ছিল | এরপর গোর্কি সদনের কাছে যখন পৌছায় বচসা তুঙ্গে ওঠে | ব্যাবসায়ী গাড়ি থেকে নেমে চড় মারে ওই স্কুটি আরোহী রণিতকে, কলার টেনে ধরে | দু'পক্ষের ঝামেলা শুরু হয় | সঙ্গে সঙ্গে রণিতের সাগরেদরা আসায় ঝামেলা বাড়ে | তখন বাইকের পিছনে বসে থাকা এক অভিযুক্ত ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি মারে | এরপরই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা |
আরও পড়ুন - Weather Alert: শুক্রবার থেকে ফের নতুন নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, ভারী বৃষ্টির সতর্কতা জারি IMD-র
সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে | শেক্সপিয়ার সরণী থানার এই তদন্ত ভার গ্রহণ করে কলকাতা পুলিশের (Kolkata Police) গুণ্ডা দমন শাখার আধিকারিকরা | গোয়েন্দারা বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি করছে | অভিযুক্তরা সকলেই এলাকা ছাড়া | এর পিছনে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না | কোনো ব্যাবসায়িক শত্রুতা বা পুরোনো শত্রুতা নেই | হিট অফ দা মোমেন্টে শেক্সপিয়ার সরণী শ্যুটআউট কাণ্ডে (Shakespeer Sarani Shootout) ঘটনা ঘটে বলে দাবি তদন্তকারীদের |
ARPITA HAZRA