গত ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেফতার করে এনসিবি (NCB)। তারপর এনসিবি-র হেফাজতে থাকার সময় একবার ছেলের সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ খান। এদিন সকালে আরিয়ানের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে পৌঁছন শাহরুখ ৷
মাদক কাণ্ডে বুধবার শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিনের আর্জি খারিজ করেছে মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালত (Aryan Khan bail plea rejected)৷ আরিয়ানের সঙ্গেই তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আর্জিও খারিজ করে দিয়েছেন বিচারক ৷ বিশেষ এনডিপিএস আদালত আবেদনে সাড়া না দেওয়া আরিয়ানের জামিনের আর্জি নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তাঁর আইনজীবী ৷
advertisement
গত ৩ অক্টোবর মুম্বই উপকূলের কাছে একটি প্রমোদতরী থেকে আরিয়ান খান (Aryan Khan Drug Case) সহ বেশ কয়েকজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৷ আরিয়ান (Aryan Khan) জেল থেকে মুক্তি পাবেন কি না, এ দিন সেই রায় দেওয়ার কথা ছিল মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালতের৷ শেষ পর্যন্ত অবশ্য ২৩ বছর বয়সি আরিয়ানের জামিনের আর্জি খারিজ করে দেন বিচারক৷
জামিনের আর্জি নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়ে আরিয়ানের আইনজীবী অমিত দেশাই বলেন, 'কী কারণে জামিনের আর্জি খারিজ হল, আমাদের তা জানানো হয়নি৷ '
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ওই প্রমোদতরীতে পার্টি চলাকালীন বলিউডের এক উঠতি অভিনেত্রীর সঙ্গে ড্রাগ নিয়ে আরিয়ানের চ্যাট আদালতে জমা দিয়েছে এনসিবি ৷ পাশাপাশি বেশ কয়েকজন মাদক পাচারকারীর সঙ্গে আরিয়ানের চ্যাটও জমা দেওয়া হয়েছে৷
আরিয়ান খানের গ্রেফতারি এবং তাঁর জেল বন্দি থাকা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক জলঘোলাও শুরু হয়ে গিয়েছে৷ শিবসেনা নেতা এবং মহারাষ্ট্রের মন্ত্রী কিশোর তিওয়ারি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করে বিষয়টি শীর্ষ আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন৷ তাঁর অভিযোগ, আরিয়ান খানের মৌলিক অধিকার খর্ব হচ্ছে ৷ শুধু তাই নয়, এনসিবি-র এক অফিসারের প্রতিহিংসা পরায়ণ হয়েই আরিয়ানকে ফাঁসিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি৷