প্রায় ৭২ লক্ষ টাকা দামের অসংখ্য মদের বোতল বাজেয়াপ্ত করার পর সেগুলিকে রোড রোলার দিয়ে পিষে ফেলার ব্যবস্থা করেছিল পুলিশ ৷ বাজেয়াপ্ত করা ওই বোতলগুলি বেআইনিভাবে অন্যত্র পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ ৷ এনডিপি লিকারের মোট ১৪,১৮৯টি বোতল এবং ২৭০ লিটার ID arrack ভেঙে ফেলা হয় ৷ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার এসপি এম রবীন্দ্রনাথ বাবু জানান, ‘‘ আমরা আজকে এই আবগারি সম্পত্তিগুলি ধ্বংস করছি ৷ যা এই জেলার ১০টি থানা এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৷’’
advertisement
Location :
First Published :
July 18, 2020 9:20 AM IST