দেশ জুড়ে চলছে ধর্ষণের ঘটনার প্রতিবাদ-বিক্ষোভ ৷ সোশ্যাল মিডিয়া থেকে শহরের রাজপথ সবর্ত্রই প্রতিবাদে সরব দেশবাসী ৷ কিন্তু বদলাচ্ছে না পরিস্থিতি ৷ কাঠুয়া, উন্নাও, রোহতক, আলিপুরদুয়ার... প্রতিদিনের খবরের কাগজের শিরোনামে জুড়ছে একের পর এক নাম ৷ প্রতিবাদ চলছে সঙ্গে চলছে নোংরামোও ৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লিতে যন্তরমন্তরে কাঠুয়া-উন্নাওর ধর্ষণের ঘটনার প্রতিবাদে চলছে বিক্ষোভ ৷ আর সেখানেই সর্বসমক্ষে প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া মহিলাদের দিকে তাকিয়ে হস্তমৈথুনে ব্যস্ত এক গেরুয়াধারী প্রৌঢ় ৷ ১৫ এপ্রিলের এই ঘটনা ধরা পড়ে এক সাংবাদিকের ক্যামেরায় ৷ প্রতিবাদ মিছিলেই এমন ঘটনার ছিছিকার সর্বত্র ৷
advertisement
Location :
First Published :
April 18, 2018 1:50 PM IST