TRENDING:

Puri Hotel Fraud: পুরীতে অনলাইন হোটেল বুকিংয়ে ভয়ঙ্কর জালিয়াতি! মাথায় হাত পর্যটকদের, চরম চিন্তায় মালিকরাও

Last Updated:

Puri Hotel Fraud: হোটেল বুকিংয়ে জালিয়াতির বিরাট ফাঁদ। পুরীতে হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে ঘটনার জেরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরী: হোটেল বুকিংয়ে জালিয়াতির বিরাট ফাঁদ। পুরীতে হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে ঘটনার জেরে। পর্যটকরা এমন ভাবে জালিয়াতির শিকার হচ্ছেন যে, পুরীতে বেড়াতে যাওয়ার কথা ভাবতেই পারছেন না। অনলাইনে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে হয়েছে এই আর্থিক জালিয়াতি। ঘটনার জেরে পুলিশ দু’টি মামলা দায়ের করেছে।
পুরীতে হোটেল বুকিংয়ে প্রতারণা
পুরীতে হোটেল বুকিংয়ে প্রতারণা
advertisement

ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, hotelspuri.net-নামে একটি ওয়েবসাইটকে চিহ্নিত করেছে। পুলিশের দাবি, ওই ওয়েবসাইটে ৩০৪টি হোটেলের নাম উল্লেখ করা রয়েছে। ওয়েবসাইটের লোকেশনে দেওয়া রয়েছে সেটি ওড়িশার বাইরে। ওড়িশা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: বুধবারই পেতে পারেন ছুটি, কেবিনেই প্রিয় গানে গলা মেলালেন বুদ্ধবাবু! জানেন কোনটি?

advertisement

পুরীর পুলিশ সুপার কনওয়ার বিশাল সিং বলেছেন, ‘আমরা দেখছি কীভাবে পুরীতে অনলাইন হোটেল প্রতারণা আটকানো যায়।’ তাঁর আবেদন, হোটেল বুকিং করতে গিয়ে টাকা খোয়ানোর ঘটনা ঘটলেই পুলিশকে তা যেন জানানো হয়। পুলিশ একটি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে, সেখানেই সমস্ত অভিযোগ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বুধবার বড় চমক দেবেন মমতা, গন্তব্য ঝাড়গ্রাম! লক্ষ্য সেই ২০২৪-এর তখত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পুলিশের দাবি, ইতিমধ্যেই ২২টি ভুয়ো ওয়েবসাইটকে চিহ্নিত করা হয়েছে। ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এক লক্ষ টাকা প্রতারিতদের ফেরানোও হয়েছে। ওয়েবসাইটে উল্লেখ করা হোটেলের মালিকদেরও জানানো হয়েছে। পুলিশের হেল্পলাইন নম্বরটি হল ১৯০৩। পুরীর সাইবার ক্রাইমের তরফেও ২৪ ঘণ্টার একটি নম্বর দেওয়া হয়েছে ৬৩৭০৯-৬৭১০০০।

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Puri Hotel Fraud: পুরীতে অনলাইন হোটেল বুকিংয়ে ভয়ঙ্কর জালিয়াতি! মাথায় হাত পর্যটকদের, চরম চিন্তায় মালিকরাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল