ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, hotelspuri.net-নামে একটি ওয়েবসাইটকে চিহ্নিত করেছে। পুলিশের দাবি, ওই ওয়েবসাইটে ৩০৪টি হোটেলের নাম উল্লেখ করা রয়েছে। ওয়েবসাইটের লোকেশনে দেওয়া রয়েছে সেটি ওড়িশার বাইরে। ওড়িশা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: বুধবারই পেতে পারেন ছুটি, কেবিনেই প্রিয় গানে গলা মেলালেন বুদ্ধবাবু! জানেন কোনটি?
advertisement
পুরীর পুলিশ সুপার কনওয়ার বিশাল সিং বলেছেন, ‘আমরা দেখছি কীভাবে পুরীতে অনলাইন হোটেল প্রতারণা আটকানো যায়।’ তাঁর আবেদন, হোটেল বুকিং করতে গিয়ে টাকা খোয়ানোর ঘটনা ঘটলেই পুলিশকে তা যেন জানানো হয়। পুলিশ একটি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে, সেখানেই সমস্ত অভিযোগ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বুধবার বড় চমক দেবেন মমতা, গন্তব্য ঝাড়গ্রাম! লক্ষ্য সেই ২০২৪-এর তখত
পুলিশের দাবি, ইতিমধ্যেই ২২টি ভুয়ো ওয়েবসাইটকে চিহ্নিত করা হয়েছে। ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এক লক্ষ টাকা প্রতারিতদের ফেরানোও হয়েছে। ওয়েবসাইটে উল্লেখ করা হোটেলের মালিকদেরও জানানো হয়েছে। পুলিশের হেল্পলাইন নম্বরটি হল ১৯০৩। পুরীর সাইবার ক্রাইমের তরফেও ২৪ ঘণ্টার একটি নম্বর দেওয়া হয়েছে ৬৩৭০৯-৬৭১০০০।