TRENDING:

জাল নোট কাণ্ডে অভিযুক্ত সেনা জওয়ান! কোটি কোটি টাকা মূল্যের দেশি-বিদেশি নকল নোট উদ্ধার

Last Updated:

ধৃতদের কাছ থেকে বিভিন্ন মূল্যের ভারতীয় নোট ছাড়াও জাল আমেরিকান ডলার কারেন্সিও মিলেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুণে: দেশরক্ষার ভার যার হাতে, সেই করছে বিশ্বাসঘাতকতা ! মিলিটারি ইনটেলিজেন্স ও পুণে পুলিশের যৌথ অভিযানে ফাঁস হল বড়সড় জাল নোটের কারবার ৷ উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার দেশি-বিদেশি মু্দ্রা ৷ জাল নোট চক্রের পিছনে রয়েছে খোদ এক সেনা জওয়ান ৷ অভিযুক্ত সেনা জওয়ান ছাড়াও এই চক্রে জড়িত থাকার সন্দেহে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, ধৃত সেনা জওয়ান এই মুহূর্তে পুণেতেই কর্মরত ছিলেন ৷
advertisement

গোপন সূত্রে খবর পেয়ে পুণের বিমাননগর এলাকায় যৌথ অভিযান চালায় Southern Command Liaison Unit, মিলিটারি ইনটেলিজেন্স অফিসারের একটি টিম ও পুনে পুলিশ ৷ খবর অনুযায়ী নির্দিষ্ট জায়গায় হানা দিয়ে বিপুল টাকা মূল্যের জাল নোট সিজ করে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে বিভিন্ন মূল্যের ভারতীয় নোট ছাড়াও জাল আমেরিকান ডলারও মিলেছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

অভিযানকারী দলের এক সিনিয়র অফিসার জানিয়েছেন, বুধবার বিকেলে ধরা পড়া কোটি কোটি টাকার জাল নোট এখনও গুনে শেষ করা যায়নি ৷ তবে জাল টাকা ছাড়াও ধৃতদের কাছে আসল তিন লাখ টাকা মিলেছে যার মধ্যে ভারতীয় নোট ছাড়াও আমেরিকান ডলারও রয়েছে ৷ এছাড়া উদ্ধার হয়েছে একটি নকল পিস্তল ও প্রচুর জাল নথি এবং পরিচয়পত্র ৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
জাল নোট কাণ্ডে অভিযুক্ত সেনা জওয়ান! কোটি কোটি টাকা মূল্যের দেশি-বিদেশি নকল নোট উদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল