গোপন সূত্রে খবর পেয়ে পুণের বিমাননগর এলাকায় যৌথ অভিযান চালায় Southern Command Liaison Unit, মিলিটারি ইনটেলিজেন্স অফিসারের একটি টিম ও পুনে পুলিশ ৷ খবর অনুযায়ী নির্দিষ্ট জায়গায় হানা দিয়ে বিপুল টাকা মূল্যের জাল নোট সিজ করে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে বিভিন্ন মূল্যের ভারতীয় নোট ছাড়াও জাল আমেরিকান ডলারও মিলেছে ৷
advertisement
অভিযানকারী দলের এক সিনিয়র অফিসার জানিয়েছেন, বুধবার বিকেলে ধরা পড়া কোটি কোটি টাকার জাল নোট এখনও গুনে শেষ করা যায়নি ৷ তবে জাল টাকা ছাড়াও ধৃতদের কাছে আসল তিন লাখ টাকা মিলেছে যার মধ্যে ভারতীয় নোট ছাড়াও আমেরিকান ডলারও রয়েছে ৷ এছাড়া উদ্ধার হয়েছে একটি নকল পিস্তল ও প্রচুর জাল নথি এবং পরিচয়পত্র ৷
advertisement
Location :
First Published :
June 10, 2020 10:50 PM IST