বৃহস্পতিবার এরকমই এক বেটিং চক্রে হানা দেয় পুলিশ ৷ আইপিএলের ম্যাচ চলাকালীন বেটিং চক্রের রমরমা অবশ্য কোনোও নতুন খবর নয় ৷ শ্রীরামপুরে বেটিংচক্রে হানা দিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের কাছে থেকে বড় মাপের অর্থ অবশ্য উদ্ধার হয়নি ৷ ৬ টি মোবাইল ও ৭ হাজার টাকা বাজেয়াপ্ত হয়েছে ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে বেটিং রুখতে তারা অতি সক্রিয় ৷
advertisement
Location :
First Published :
April 26, 2018 7:41 PM IST