TRENDING:

পুজোর ভিড়েই লুকিয়ে বিপদ! পঞ্চমীর সন্ধ্যায় লেক টাউনে বাসে যা ঘটল, সাবধান

Last Updated:

ধৃতদের আজ অভিযুক্তদের বিধান নগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পুজোর ভিড়ে রাস্তায় বেরিয়ে সাবধান৷ কারণ এই ভিড়ের সুযোগ নিয়েই হয়তো ঠাকুর দেখার লাইনে বা ভিড় বাসে মিশে থাকে অপরাধীরা৷ সেরকমই ইঙ্গ্িত পাওয়া গেল ভিআইপি রোডের উপরে লেক টাউনে৷ যদিও ঘটনাস্থল থেকেই হাতেনাতে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

জানা গিয়েছে, পঞ্চমীর সন্ধ্যায় হাওড়া থেকে বারাসতগামী একটি বেসরকারি বাসে এই ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, বাসটি যখন ভিআইপি রো়ড ধরে লেকটাউনের দিকে এগোচ্ছিল, সেই সময় চার দুষ্কৃতী ওই মহিলার গলার সোনার হার ও মোবাইল ফোন ছিনতাই করে বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করে চারজন যুবক৷ মহিলার চিৎকার শুনে সতর্ক হয়ে যান বাকি যাত্রীরা৷ বাস চালকও চিৎকার চেঁচামেচী শুনে বুদ্ধিমত্তার সঙ্গে লেক টাউন মোড়ে কর্তব্যরত পুলিশকর্মীদের সামনে বাস দাঁড় করিয়ে দেন চালক৷

advertisement

আরও পড়ুন: পুজোর মাঝেই আবহাওয়ার বিরাট ভোলবদল! গভীর নিম্নচাপে নবমী থেকেই দুর্যোগের আশঙ্কা বাংলায়, কোথায় বৃষ্টি জানুন

অভিযোগ শুনেই বাসে উঠে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের নামমোহাম্মদ তারিক আলম, জুবের আলি, আব্দুল্লাহ মোল্লা এবং বাগুইহাটির বাসিন্দার রাজ সরদার।

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

ধৃতদের আজ অভিযুক্তদের বিধান নগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
পুজোর ভিড়েই লুকিয়ে বিপদ! পঞ্চমীর সন্ধ্যায় লেক টাউনে বাসে যা ঘটল, সাবধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল