এই নেটওয়ার্কের বিরুদ্ধে মেটা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। এই নেটওয়ার্কের আওতায় অন্তত ১২০টি ভুয়ো ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে তথ্য পাচারের চক্রান্ত করা হয়েছিল। তদন্তে এমনই খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুনঃ মণিপুরে দেখা মাত্র গুলি করার নির্দেশে সায় রাজ্যপালের, ট্যুইটে উদ্বেগ মমতার
advertisement
মেটার তরফে সম্প্রতি এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের একটিলির হ্যাকিং সংস্থার মাধ্যমে তৈরি হওয়া ১২০টি ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এগুলি মূলত ভারতীয় নাগরিক আর সামরিক কর্মীদের নিশানায় রেখেছিল। এমনকি পাকিস্তান বিমান বাহিনীর কিছু কর্মীও ইতিমধ্যে এই হ্যাকার গোষ্ঠীর শিকার হয়েছেন৷ মেটার তদন্তে উঠে এসেছে যে পাক সরকারের একাংশ ওই গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে।’
এই গোষ্ঠীগুলি নানা ম্যালওয়্যার এবং ভাইরাস পাঠিয়ে হ্যাক করত বলে জানিয়েছে মেটা। এ ব্যাপারে ভারতে ইতিমধ্যে সক্রিয় বেশ কিছু অ্যাকাউন্টের বিরুদ্ধে মেটা ব্যবস্থা নিয়েছে। এই গোষ্ঠীর ভুয়ো অ্যাকাউন্টগুলি থেকে সরকারি নিয়োগ সংক্রান্ত এমনকি সামরিক বাহিনীতে চাকরির টোপ দেওয়া নানা ভুয়ো ওয়েবসাইটকে ব্যবহার করে তাঁদের কাজকর্ম চালানোর পরিকল্পনা করেছিল। এমনকি সাংবাদিক পরিচয় দিয়েও সাধারণ নাগরিকদের নিশানার পরিকল্পনা ছিল ওই হ্যাকারদের।
এব্যাপারে গ্র্যাভিটিরাট নামে একটি ম্যালওয়ারের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে মেটা। আপাতত ওই সব কটি ম্যালওয়ার আর ভাইরাস তৈরি করে এমন হ্যাকার গোষ্ঠীর গতিবিধির উপর নজরদারি রাখা হচ্ছে বলে মেটা কর্তৃপক্ষের দাবি।