ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি বায়োম্যাট্রিক স্ক্যানার, ৬টি মোবাইল ও একটি ক্যামেরা ৷ তবে মোক্তারকে কেন গ্রেফতার করা হল, তা নিয়ে ধোঁয়াশায় এলাকাবাসী থেকে তার পরিবার। জাল চক্রের সঙ্গে সে কোনও ভাবেই জড়িত নয় বলে মনে করছেন তারা।
পুলিশের দাবি, শুধু জাল আধার ও ভোটার কার্ডই নয়। প্রয়োজনীয় নথি ছাড়াই সিমকার্ডও বিক্রি করত ধৃত যুবক। ওই সিমকার্ডগুলি বাজেয়াপ্ত করার কাজ শুরু করেছে পুলিশ।
advertisement
দু’দিন আগেই সাগরদিঘি থেকে জাল আধারকার্ড চক্রের ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এবার আধারকার্ডের সঙ্গে নকল ভোটারকার্ড তৈরির অভিযোগ উঠেছে। নজরে তাই আবারও রাজ্যের সীমান্তবর্তী জেলা।
Location :
First Published :
July 01, 2021 6:56 AM IST