পুলিশ সূত্রে খবর, নির্যাতিত মহিলা ৪০/৪ একবালপুর (Ekbalpur) লেনের বাসিন্দা শাকিলা খাতুন (৬০)। মঙ্গলবার দুপুর সাড়ে বারো'টা নাগাদ ছেলের বিরুদ্ধে তিনি অভিযোগ জানাতে এসেছিলেন একবালপুর থানায়। কিন্তু থানার কাছাকাছি পৌঁছে একটি প্লাস্টিকের থলি থাকে কেরোসিন তেল বার করে নিজের শরীরে ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন। কোনও সময় নষ্ট না করে সেই সময় তাঁকে ধরে ফেলেন মহিলা পুলিশ কর্মীরা। ঘটনার পর মহিলা অসুস্থ বোধ করলেন প্রাথমিক চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
এ দিকে, মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছেলে ফারুককে গ্রেফতার (Arrest) করা হয়েছে ইতিমধ্যেই। নির্যাতিত মহিলার মেয়ের অভিযোগ, প্রায়শই মায়ের উপর অত্যাচার ও মারধর করে তাঁর ভাই এবং ভাইয়ের বউ। মঙ্গলবার দুপুরে আবারও অশান্তি হয়, তখন ফের মাকে মারধর করে। নিত্য এই শারীরিক এবং মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে, এ দিন ছেলের বিরুদ্ধে একবালপুর থানায় অভিযোগ জানাতে যান শাকিলা খাতুন। তারপর চরম হতাশা এবং ছেলের গ্রেফতারির দাবিতে থানা চত্বরে মধ্যেই গায়ে কেরোসিন তেল ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।
সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়
