২৯ অগাস্ট, ২০২৩ তারিখের একটি ঘটনায় কাটিহারের আরপিএফ সিপিডিএস (ক্রাইম প্রিভেনশন ও ডিটেকশন স্কোয়াড) টিম ও কাটিহারের জিআরপি যৌথভাবে কাটিহার রেলওয়ে স্টেশনে নিয়মিত অভিযান চালানোর সময় ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে যাত্রীদের প্রায় ৩২,০০০ টাকা মূল্যের ৩টি মোবাইল ফোন উদ্ধার করে। পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত মোবাইল ফোন ও ধৃত ব্যক্তিদের জিআরপি/কাটিহারের ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। ৩১ অগাস্ট, ২০২৩ তারিখের একটি ঘটনায় গুয়াহাটির আরপিএফ টিম গুয়াহাটি রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে একটি ব্যাগের মধ্যে প্রায় ৬০,৬০০/- টাকা মূল্যের একটি সোনার চেন, একটি সোনার আংটি, একটি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী-সহ ১ জন ব্যক্তিকে গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুন– সাত বছর ধরে অন্তঃস্বত্ত্বা এই মহিলা! দশম সন্তান আসবে আগামী ফেব্রুয়ারিতে
এই সামগ্রীগুলি ১৩১৭৫নং. (শিয়ালদহ-শিলচর) কাঞ্চনজংঘা এক্সপ্রেস থেকে একজন যাত্রীর থেকে চুরি করা হয়েছিল। পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত সামগ্রী-সহ ধৃত ব্যক্তিদের জিআরপি/গুয়াহাটির ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) কিশোর-কিশোরীদের উদ্ধার করা, দালালদের গ্রেফতার করা, মাদক সামগ্রী, যাত্রীদের ফেলে যাওয়া অথবা চুরি যাওয়া ব্যাগ ইত্যাদি উদ্ধার করা থেকে শুরু করে রেল ব্যবহারকারীদের পূর্ণ মাত্রায় নিরাপত্তা প্রদানের জন্য সবসময় দুর্দান্ত ভূমিকা পালন করে আসছে। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার কাজের পাশাপাশি রেল ব্যবহারকারীদের দিক নির্দেশ ও সাহায্য করার ক্ষেত্রেও তারা প্রশংসনীয় পরিষেবা দিয়ে আসছে। ট্রেনে যাত্রা করার সময় কোনও ধরনের সমস্যার সম্মুখীন হলে রেল যাত্রীরা ১৩৯ (টোল-ফ্রি) নম্বরে কল করতে পারেন।