TRENDING:

Northeast Frontier Railway: যাত্রীদের চুরি যাওয়া প্রায় ১.৭৪ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার ! গ্রেফতার ১১, বড় সাফল্য রেলওয়ে সুরক্ষা বাহিনীর

Last Updated:

কড়া নজরদারি শিলিগুড়ি থেকে গুয়াহাটি, সব স্টেশনেই। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী নিজেদের জোনের মধ্যে ২৯ থেকে ৩১ অগাস্ট, ২০২৩-এর সময়সীমায় নিয়মিত তল্লাশি অভিযানের সময় যাত্রীদের সামগ্রী চুরি করার অভিযোগে ১১ জন ব্যক্তিকে গ্রেফতার করে। বিভিন্ন স্টেশন ও ট্রেনে এই তল্লাশি অভিযানের সময় আরপিএফ কাটিহার, লামডিং, নিউ হাফলং ও গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে সফলভাবে প্রায় ১,৭৪,৬০০ টাকার মূল্যবান সামগ্রী উদ্ধার করতে সফল।
যাত্রীদের চুরি যাওয়া প্রায় ১.৭৪ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার ! গ্রেফতার ১১, বড় সাফল্য রেলওয়ে সুরক্ষা বাহিনীর
যাত্রীদের চুরি যাওয়া প্রায় ১.৭৪ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার ! গ্রেফতার ১১, বড় সাফল্য রেলওয়ে সুরক্ষা বাহিনীর
advertisement

২৯ অগাস্ট, ২০২৩ তারিখের একটি ঘটনায় কাটিহারের আরপিএফ সিপিডিএস (ক্রাইম প্রিভেনশন ও ডিটেকশন স্কোয়াড) টিম ও কাটিহারের জিআরপি যৌথভাবে কাটিহার রেলওয়ে স্টেশনে নিয়মিত অভিযান চালানোর সময় ৩ জন ব্যক্তিকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে যাত্রীদের প্রায় ৩২,০০০ টাকা মূল্যের ৩টি মোবাইল ফোন উদ্ধার করে। পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত মোবাইল ফোন ও ধৃত ব্যক্তিদের জিআরপি/কাটিহারের ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। ৩১ অগাস্ট, ২০২৩ তারিখের একটি ঘটনায় গুয়াহাটির আরপিএফ টিম গুয়াহাটি রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে একটি ব্যাগের মধ্যে প্রায় ৬০,৬০০/- টাকা মূল্যের একটি সোনার চেন, একটি সোনার আংটি, একটি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী-সহ ১ জন ব্যক্তিকে গ্রেফতার করে।

advertisement

আরও পড়ুন– সাত বছর ধরে অন্তঃস্বত্ত্বা এই মহিলা! দশম সন্তান আসবে আগামী ফেব্রুয়ারিতে

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

এই সামগ্রীগুলি ১৩১৭৫নং. (শিয়ালদহ-শিলচর) কাঞ্চনজংঘা এক্সপ্রেস থেকে একজন যাত্রীর থেকে চুরি করা হয়েছিল। পরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত সামগ্রী-সহ ধৃত ব্যক্তিদের জিআরপি/গুয়াহাটির ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) কিশোর-কিশোরীদের উদ্ধার করা, দালালদের গ্রেফতার করা, মাদক সামগ্রী, যাত্রীদের ফেলে যাওয়া অথবা চুরি যাওয়া ব্যাগ ইত্যাদি উদ্ধার করা থেকে শুরু করে রেল ব্যবহারকারীদের পূর্ণ মাত্রায় নিরাপত্তা প্রদানের জন্য সবসময় দুর্দান্ত ভূমিকা পালন করে আসছে। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার কাজের পাশাপাশি রেল ব্যবহারকারীদের দিক নির্দেশ ও সাহায্য করার ক্ষেত্রেও তারা প্রশংসনীয় পরিষেবা দিয়ে আসছে। ট্রেনে যাত্রা করার সময় কোনও ধরনের সমস্যার সম্মুখীন হলে রেল যাত্রীরা ১৩৯ (টোল-ফ্রি) নম্বরে কল করতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Northeast Frontier Railway: যাত্রীদের চুরি যাওয়া প্রায় ১.৭৪ লক্ষ টাকার সামগ্রী উদ্ধার ! গ্রেফতার ১১, বড় সাফল্য রেলওয়ে সুরক্ষা বাহিনীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল