আরও পড়ুনঘর থেকে টেনে নিয়ে গিয়ে মূক-বধির যুবতীকে ধর্ষণের অভিযোগ
ফাঁসির দিন ঘোষণা হওয়ার পর তিহার জেলের ৪ নম্বর কসুরি ওয়ার্ডের সরিয়ে নিয়ে আসা হয় নির্ভয়কাণ্ডের দোষীদের৷ জেল সূত্রের খবর যে বাবার সঙ্গে দেখা করার সময় দু’বার ভারসাম্য হারিয়ে ফেলেন বিনয়৷ যদিও জেল কর্তৃপক্ষ তাকে সামলে নেন৷
জেলের যে ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে নির্ভয়ার ধর্ষকদের সেখানে টিভি রয়েছে৷ মঙ্গলবার দিনভর সেই টিভিতে নজর ছিল৷ বিনয় ও মুকেশের কিউরেটিভ পিটিশন যে নাকচ হয়েছে, টিভিতেই সেই খবর দেখে তারা৷ খবর দেখার পর মুকেশও ভেঙে পড়ে৷ তবে পবন ও অক্ষয় শান্তই ছিল৷
advertisement
জেল কর্তৃপক্ষ জানিয়েছে যে ৪জনই ঠিক মতো খাওয়াদাওয়া করছে৷ জেলের কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলছে না৷ এমনকি নিজেদের মধ্যেই কোনও কথা হচ্ছে না তাদের৷ দোষীদের যে দু’জন কিউরেটিভ পিটিশন দাখিল করেছিল সেই বিনয় ও মুকেশ রাতে ঘুমোতে পারছে না৷ সব ঠিক থাকলে ২২ জানুয়ারী সকাল ৭টায় তিহার জলে ফাঁসী হবে তাদের৷