মাস দশেক আগে কেষ্টপুরের প্রফুল্লকাননে একটি আবাসনে ফ্ল্যাট ভাড়া নেন খুশবু কুমারী ৷ স্বামী বিবেক কুমার বিহারের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। ফ্ল্যাটে বেশিরভাগ সময় একাই থাকতেন খুশবু ৷ শুক্রবার ফ্ল্যাটে আসেন তাঁর স্বামী। বিবেকের দাবি, দরজা খোলা ছিল, ফ্ল্যাটের তালাতেই চাবি লাগানো ছিল। ঘরে ঢুকে খুশবুর ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। সিলিং থেকে ওড়নায় গলা পেঁচানো ছিল। হাত বাঁধা। মুখে সেলোটেপ দেওয়া।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আটক করা হয় বিবেক কুমারকে। নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দলও।
মৃতদেহের ধরন দেখে পুলিশের দাবি, খুনই করা হয়েছে খুশবুকে। ঘটনার পিছনে বিবাহবহির্ভূত সম্পর্কের তত্ত্বও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ফ্ল্যাটের বাকি বাসিন্দাদেরও।
Location :
First Published :
April 19, 2019 7:55 PM IST