TRENDING:

Crime News: সিনেমায় অভিনয়ের টোপ! প্রথমে নগ্ন ছবি, টালিগঞ্জের স্টুডিওয় সর্বনাশ নাবালিকার

Last Updated:

ওই নাবালিকার বাবা-মায়ের অভিযোগ, তাঁদের মেয়েকে সিনেমায় অভিনয়ের সুযোগ দেবে বলে প্রতিশ্রুতি দেয় শুভজিৎ চৌধুরী এবং ভাস্কর নামে দুই ব্যক্তি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সিনেমায় অভিনয়ে সুযোগের টোপ দিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল কলকাতার হরিদেবপুর এলাকায়৷ এই ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আগামী ১৫ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত৷
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

ওই নাবালিকার বাবা-মায়ের অভিযোগ, তাঁদের মেয়েকে সিনেমায় অভিনয়ের সুযোগ দেবে বলে প্রতিশ্রুতি দেয় শুভজিৎ চৌধুরী এবং ভাস্কর নামে দুই ব্যক্তি৷ সেই মতো কয়েকদিন আগেই নাবালিকাকে নিয়ে তার বাবা টালিগঞ্জ এলাকার একটি স্টুডিওয় যান৷ অভিযোগ, ওই নাবালিকাকে স্টুডিওর ভিতরে নিয়ে গিয়ে তার নগ্ন ছবি তোলে দুই অভিযুক্ত৷

আরও পড়ুন: নির্জন জঙ্গলেই চলছিল রমরমা কারবার! ভাতাড়ে অভিযানে নেমে অবাক পুলিশ

advertisement

এর পর গত ৬ মে অভিযুক্ত শুভজিৎ চৌধুরী ফের ওই নাবালিকার সঙ্গে ফোনে যোগাযোগ করে৷ ওই নাবালিকাকে হুমকি দেওয়া হয়, তার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে৷ এই ভয় দেখিয়ে নাবালিকাকে ফের ডেকে পাঠায় শুভজিৎ চৌধুরী নামে ওই ব্যক্তি৷ অভিযোগ,  নাবালিকা ফের স্টুডিওয় গেলে তখন তাকে ধর্ষণ করা হয়৷

advertisement

গতকালই এই অভিযোগ নিয়ে প্রথমে হরিদেবপুর থানার দ্বারস্থ হন নাবালিকার মা৷ হরিদেবপুর থানা থেকে বিষয়টি রিজেন্ট পার্ক থানায় জানানো হয়৷ তদন্তে নেমে শুভজিৎ চৌধুরী এবং ভাস্কর নামে দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

ধৃতদের বিরুদ্ধে পকসো আইন ছাড়াও ধর্ষণ, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷ সোমবারই ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হলে তাদের ১৫ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ ধৃতদের জেরা করে আরও এক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: সিনেমায় অভিনয়ের টোপ! প্রথমে নগ্ন ছবি, টালিগঞ্জের স্টুডিওয় সর্বনাশ নাবালিকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল