দামোর জাবেরা তহশিলে একটি বুধবার সন্ধ্যায় ওই নাবালিকাকে ধর্ষণ করে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি৷ শিশুটি তখন বন্ধুদের সঙ্গে বাড়ির সামনে খেলছিল৷ পুলিশ জানিয়েছে, খেলার সময়ই এক ব্যক্তি শিশুটিকে নির্জন জায়গায় ভুলিয়ে নিয়ে যায়৷ সেখানেই তাকে ধর্ষণ করে৷
ধর্ষিত শিশুকন্যাটিকে উদ্ধার করা হয় বৃহস্পতিবার সকালে তার বাড়ির কাছে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে৷ দামো জেলার সুপার হেমন্ত চৌহান বলেন, 'মেয়েটির চোখে গুরুতর আঘাত করেছে ধর্ষক৷ মুখের প্রচুর ক্ষত৷ ওকে জাবেরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সেখান থেকে তাকে জব্বলপুরে স্থানান্তরিত করা হয়৷ ডাক্তাররা মেয়েটির চোখে অস্ত্রোপচার করছেন৷'
advertisement
স্থানীয় ডাক্তার জানিয়েছেন, মেয়েটির চোখে আঘাত করা হয়েছে৷ চোখ ফুলে গিয়েছে৷ তাই রেটিনা চেক করা যাচ্ছে না৷ অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
Location :
First Published :
April 23, 2020 6:37 PM IST