TRENDING:

বান্ধবীর থেকে রেহাই পেতে অপহরণের নাটক সাজালেন বিবাহিত প্রেমিক

Last Updated:

জেরায় অভিজিত্ জানিয়েছেন বান্ধবীর কাছ থেকে পালানোর জন্যই তিনি কিডন্যাপিং-এর নাটক সাজিয়েছিলেন ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#এলাহাবাদ: বিয়ে লুকিয়ে বান্ধবীর সঙ্গে লিভ-ইন করছিলেন । বান্ধবী বিয়ের চাপ দেওয়ায় নিজের কিডন্যাপিং-এর নাটক সাজালেন এলাহাবাদের যুবক । অভিজিত তিওয়ানি নামের ওই ব্যক্তিকে গ্রেফতারক করেছে পুলিশ ।
advertisement

এলাহাবাদের পুলিশ সুপারিনটেন্ডেন্ট আকাশ তোমার জানান, শুধু কিডন্যাপিং-এর নাটকই সাজাননি, বান্ধবীর কাছ থেকে ২০ হাজার টাকা মুক্তিপণও দাবি করেছিলেন তিনি ।

ওই মহিলার কাছে নিজেকে ব্যাঙ্ককর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন । বিয়েও করতে চেয়েছিলেন । মহিলা জানতেন না অভিজিত বিবাহিত, দুই সন্তান রয়েছে তার । ১৫ দিন আগে বান্ধবীকে এলাহাবাদ থেকে গাজিয়াবাদে ডেকে পাঠান অভিজিত । ঝাণ্ডাপুর গ্রামে লিভ-ইন পার্টনার হিসেবে থাকতে শুরু করেন তারা ।

advertisement

আরও পড়ুন: ক্যাবেই দুই বান্ধবীর চুম্বন, 'বেআইনি' বলে নামিয়ে দিলেন উবর চালক

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সোমবার ওই মহিলা বিয়ের কথা বললে নিজের অপহরণের নাটক সাজান অভিজিত । মহিলার গলায় ফোন করে বান্ধবীর কাছ থেকে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন । বান্ধবী লিঙ্ক রোড থানায় অভিযোগ জানালে অভিজিতের ফোনের টাওয়ার লোকেশন দেখে তাকে গ্রেফতার করে । জেরায় অভিজিত্ জানিয়েছেন বান্ধবীর কাছ থেকে পালানোর জন্যই তিনি কিডন্যাপিং-এর নাটক সাজিয়েছিলেন ।

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
বান্ধবীর থেকে রেহাই পেতে অপহরণের নাটক সাজালেন বিবাহিত প্রেমিক