TRENDING:

দু’‌মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থা‌র চেষ্টা বাবার!‌ মা গেলেন পুলিশে

Last Updated:

চিকিৎসকরা পরীক্ষা করে জানান, শিশুর কোনও ক্ষতি হয়নি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌তিরুঅনন্তপুরম:‌ এমন নারকীয় ঘটনা কেউ কখনও শুনেছে কি না, সন্দেহ!‌ ৪৮ বছরের এক ব্যক্তি নিজের কন্যা সন্তানকেই যৌন হেনস্থা করতে উদ্যত হল। আর সেই সন্তানের বয়স মাত্র দু’‌মাস। ভবানী তালুকের মাথুর গ্রামে কয়েকদিন আগে ঘটে যাওয়া ঘটনা প্রথমে বিশ্বাস করতে পারেনি পুলিশও। পরে তদন্ত করতেই আসল বিষয়টি সামনে আসে।
advertisement

পুলিশ জানিয়েছে, বাড়িতে একা ওই শিশুকন্যাকে শুইয়ে রেখেছিলেন মা। সেই সময়েই বাবা যৌন হেনস্থা করতে উদ্যত হয়। ঘটনার পর শিশুটি কাঁদতে শুরু করে। মা বুঝতে পেরে কোনওরকমে শিশুকন্যাকে রক্ষা করেন।

মা জানিয়েছেন, যখন তাঁর স্বামী কুকাজ করতে উদ্যত হয়েছিল, তখনই এসে হাজির হন তিনি। সঙ্গে সঙ্গে কন্যাকে বুকে জড়িয়ে নিয়ে যান হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, শিশুর কোনও ক্ষতি হয়নি। যদিও তারপরেই পুলিশে অভিযোগ জানান ওই মহিলা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পকসো আইনে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে। প্রাথমিক শুনানির পর অভিযুক্তে ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

বাংলা খবর/ খবর/ক্রাইম/
দু’‌মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থা‌র চেষ্টা বাবার!‌ মা গেলেন পুলিশে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল