পুলিশ জানিয়েছে, বাড়িতে একা ওই শিশুকন্যাকে শুইয়ে রেখেছিলেন মা। সেই সময়েই বাবা যৌন হেনস্থা করতে উদ্যত হয়। ঘটনার পর শিশুটি কাঁদতে শুরু করে। মা বুঝতে পেরে কোনওরকমে শিশুকন্যাকে রক্ষা করেন।
মা জানিয়েছেন, যখন তাঁর স্বামী কুকাজ করতে উদ্যত হয়েছিল, তখনই এসে হাজির হন তিনি। সঙ্গে সঙ্গে কন্যাকে বুকে জড়িয়ে নিয়ে যান হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, শিশুর কোনও ক্ষতি হয়নি। যদিও তারপরেই পুলিশে অভিযোগ জানান ওই মহিলা।
advertisement
পকসো আইনে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে। প্রাথমিক শুনানির পর অভিযুক্তে ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে।
Location :
First Published :
May 28, 2020 7:48 PM IST