২০১৬ সালের ১৪ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন ২২ বছরের নাতাশা ও ২৫-এর অনুভব (নাম পরিবর্তিত) ৷ বিয়ের প্রথম প্রথম আর পাঁচটা দম্পতির মতোই সব ঠিকঠাক থাকলেও ২০১৮ সালে প্রথম সন্তানের জন্মের পরই সম্পর্কে শীতলতা আসে ৷ নাতাশা জানিয়েছেন, ‘গত কয়েক মাস ধরেই আমাদের মধ্যে কোনও শারীরিক ঘনিষ্ঠতা ছিল না ৷ সম্প্রতি আমি বিছানায় ওর কাছে আসতে চাইলে ও প্রবল ক্ষেপে ওঠে ৷’ এখানেই শেষ নয়, অভিযোগ, কাছে আসতে জোর করায় নাতাশার গায়ে হাত তোলেন অনুভব এবং দাবি করেন সে এখন ব্রহ্মচারী ৷ কোনও মহিলার শারীরিক সম্পর্ক স্থাপন অপরাধ ৷
advertisement
এরপরই তাদের দাম্পত্য কলহ চরমে পৌঁছায় ৷ উত্তপ্ত বাদানুবাদের পর বাড়ি ছেড়ে চলে যায় অনুভব ৷ অভিযোগ, দাম্পত্য কলহের কারণ জানতে পেরে নাতাশাকে মারধর শুরু করে শ্বশুরবাড়ির লোকজনেরা ৷ সঙ্গে চলে প্রবল গালিগালাজ ৷ তাদের পাল্টা দাবি, নাতাশার অতিরিক্ত শারীরিক নির্যাতনের কারণেই গৃহত্যাগী হয়েছে অনুভব ৷