গুরুতর আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে ওসমানিয়া হাসপাতালে ৷ একে চমৎকার ছাড়া আর অন্য কিছু বলা যায় কি না তা জানা নেই ৷ গুরুতর জখম অবস্থায় পাপালা রবিকান্তকে ১ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ এখন তিনি আস্তে আস্তে সেরে উঠছেন ৷
২০০৭ সালে হায়দরাবাদের গোকুলচাট সেন্টারের কাছে বিস্ফোরণে শিশুটি তার বাবা-মাকে হারিয়েছিল ৷ পাপালা ও তাঁর স্ত্রী জয়শ্রী শিশুটিকে বাড়িতে নিয়ে এসে নিজের সন্তানের মত লালনপালন করেছিল ৷ সেই সময় থেকেই তাঁদেরকে হুমকি পাল্টা দেওয়া হয়েছে ৷ মুসলিম পরিবারের সন্তানকে দত্তক নেওয়ায় ঘরে বাইরে সমান তালে বিপদের সম্মুখীন হয়েছিলেন ওই তেলুগু দম্পতি ৷
advertisement
সেদিনেই সেই ছোট্ট শিশু আজ অষ্টম শ্রেণির পড়ুয়া, সানিয়া ফাতেমা ৷ নতুন বাবা-মাকে পেয়ে নবজন্ম হয়েছে তাঁর ৷ সে খুব খুশি এবং ভবিষ্যতে পুলিশ অফিসার হতে চায় ৷ কেননা সমাজ সংস্কার না করলে ভাল বাল মানুষ হওয়া সম্ভব নয় ৷
আরও পড়ুন : যুবতী ধর্ষণে উত্তপ্ত গোয়া, রাতভর তল্লাশিতে গ্রেফতার অভিযুক্ত ট্যাক্সি চালক