নিহত রাজেশ বোস কদমতলার বাসিন্দা ৷ তাঁর স্ত্রীর দাবি, প্রায় ৩ বছর তাঁদের যোগাযোগ ছিল না৷ হঠাতই রাতে ফোন করে তাঁর স্বামীকে ডাকেন টোটন রায়চৌধুরী। রাতে টোটনের বাড়ির ছাদে দু’জন মদ্যপান করেন। এরপরই রাজেশকে বেধড়ক মারধর করেন টোটন। সেই সময় ফোন তাঁকে মারধরের কথা জানান রাজেশ।
advertisement
যদিও, টোটনের বাড়ি গিয়ে রাজেশর স্ত্রী গুলিবিদ্ধ অবস্থায় স্বামীকে উদ্ধার করেন । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাজেশকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক টোটোন রায়চৌধুরী। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুরোন শত্রুতার জেরে এমন ঘটনা বলে মনে করছেন তদন্তকারীরা ৷
Location :
First Published :
Jan 01, 2018 12:17 PM IST
