নাজিয়ার অভিযোগ, স্ত্রীর উপর রাগের জেরেই সন্তানদের উপর প্রতিশোধ তোলে স্বামী। তিন সন্তানকেই ইঁদুর মারার বিষ মিশিয়ে আইলক্রিম খেতে দিয়েছিল বাবা। ঘটনার জেরে ৬ বছরের আলিশান নামের ছেলেটি মারা গিয়েছে। বাকি দুই ভাইবোন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গত ২৫ জুন। তবে মুম্বইয়ের সাবারবার্ন মানখুর্দ এলাকার সরকারি হাসপাতালে আলিশানের মৃত্যুর পর হাসপাতালই পুলিশকে খবর দেয়।
advertisement
আনসারির বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ। মানখুর্দের সাথেনগরে একজন দিনমজুরের কাজ করে অভিযুক্ত। যদিও পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত। নাজিয়া পুলিশকে জানিয়েছে, টাকা নিয়ে মাঝে মধ্যেই স্বামীর সঙ্গে প্রবল ঝামেলা হত। গত ২৫ জুন ঝগড়ার পর নিজের দিদির বাড়ি গিয়েছিলেন তিনি। সেই সুযোগেই সন্তানদের মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল আনসারি। বাইরে নিয়ে গিয়ে তাদের বিষ আইসক্রিম কিনে দেয় সে।
