পালগড়ের তুলিঞ্জ থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে মেঘা শাহ নামে চল্লিশ বছর বয়সি ওই মহিলাকে খুন করে তোষকের মধ্যে দেহ লুকিয়ে রেখে পালিয়ে গিয়েছিল তাঁর প্রেমিক। নালাসোপারার বিজয়নগরের ফ্ল্যাট থেকে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: প্রেমিকাকে শ্বাসরোধ করে খুনের পর দিনই বাড়িতে গিয়ে পরিবারের পছন্দ করা তরুণীকে বিয়ে করে সাহিল
এই হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত মহিলার ৩৭ বছর বয়সি প্রেমিক হার্দিক নামে এক যুবক৷ গত দু' দিন ধরে পলাতক ছিল সে৷ অভিযুক্তকে গ্রেফতার করে খুনের মামলা দায়ের করেছে পুলিশ৷
আরও পড়ুন: দড়ি দিয়ে বেঁধে বিকৃত উপায়ে সঙ্গম! স্বামী-স্ত্রীর বিকৃতকামের শিকার কলেজ পড়ুয়া
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহত মহিলা পেশায় একজন নার্স ছিলেন৷ গত ৬ মাস ধরে হার্দিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি৷ ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোতে দেখে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা৷ তার পরেই এই হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে৷
অন্যদিকে মধ্যপ্রদেশের একটি ট্রেন থেকে অভিযুক্ত যুবককে আটক করে আরপিএফ৷ পরে জিজ্ঞাসাবাদের সময় লিভ ইন পার্টনারকে খুনের কথা স্বীকার করে সে৷ নিহত মহিলার প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েক দিন আগে ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন তিনি৷
