পুলিশ সূত্রে খবর, সুইশ ওই তরুণীর মৃতদেহ যখন উদ্ধার হয়, সেই সময় তাঁর হাত- পা বাঁধা ছিল৷ শরীরের উপরের দিকের অংশ ছিল কালো প্লাস্টিকে ঢাকা৷ কে ওই তরুণীকে এ ভাবে খুন করল, তা খুঁজে বের করতে গিয়েই গুরপ্রীতের খোঁজ পান তদন্তকারীরা৷
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! পুজোর শেষ লগ্নে বৃষ্টি? হাওয়া অফিসের ‘বিরাট’ পূর্বাভাস
advertisement
জানা গিয়েছে, গুরপ্রীতের সঙ্গে অনেক দিন ধরেই সম্পর্ক ছিল ওই তরুণীর৷ প্রেমিকার সঙ্গে দেখা করতে মাঝেমধ্যে সুইৎজারল্যান্ডেও যেত গুরপ্রীত৷ িকন্তু প্রেমিকার অন্য কারও সঙ্গে সম্পর্ক আছে, এই সন্দেহ মনে দানা বাঁধতেই সমস্যার সূত্রপাত৷
সন্দেহের বশেই প্রেমিকাকে খুন করার সিদ্ধান্ত নেয় গুরপ্রীত৷ এবার নিজে সুইৎজারল্যান্ডে না গিয়ে প্রেমিকাকেই ভারতে আসতে বলে সে৷ এর পর ম্যাজিক দেখানোর নাম করে প্রেমিকার হাত, পা বেঁধে ফেলে গুরপ্রীত৷ তার পরেই ওই তরুণীকে খুন করে সে৷
যে জায়গায় ওই সুইশ তরুণীর দেহ মিলেছিল, তার আশপাশের সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ জানতে পারে, একটি গাড়ি করে তরুণীর দেহ সেখানে আনা হয়৷ গাড়ির নম্বরের সূত্র ধরেই গুরপ্রীতকে জালে তোলে পুলিশ৷ ধৃতের বাড়ি থেকে প্রায় ২.২৫ কোটি টাকাও উদ্ধার হয়েছ৷