TRENDING:

সুইৎজারল্যান্ডে প্রেম, বিদেশিনী প্রেমিকাকে ভারতে ডেকে খুন! দিল্লিতে ধৃত প্রেমিক

Last Updated:

সন্দেহের বশেই প্রেমিকাকে খুন করার সিদ্ধান্ত নেয় গুরপ্রীত৷ এবার নিজে সুইৎজারল্যান্ডে না গিয়ে প্রেমিকাকেই ভারতে আসতে বলে সে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সুইৎজারল্যান্ডে গিয়ে পরিচয় এবং প্রেম৷ িকন্তু বিদেশিনী প্রেমিকার অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে, এই সন্দেহের বশেই তাঁকে খুন করে ফেললেন দিল্লির এক যুবক৷ দিল্লির তিলকনগর এলাকা থেকে উদ্ধার হওয়া ৩০ বছর বয়সি এক সুইশ তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে পেল দিল্লি পুলিশ৷ ইতিমধ্যেই ওই তরুণীকে খুনে অভিযুক্ত গুরপ্রীত সিং নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পুলিশ সূত্রে খবর, সুইশ ওই তরুণীর মৃতদেহ যখন উদ্ধার হয়, সেই সময় তাঁর হাত- পা বাঁধা ছিল৷ শরীরের উপরের দিকের অংশ ছিল কালো প্লাস্টিকে ঢাকা৷ কে ওই তরুণীকে এ ভাবে খুন করল, তা খুঁজে বের করতে গিয়েই গুরপ্রীতের খোঁজ পান তদন্তকারীরা৷

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ! পুজোর শেষ লগ্নে বৃষ্টি? হাওয়া অফিসের ‘বিরাট’ পূর্বাভাস

advertisement

জানা গিয়েছে, গুরপ্রীতের সঙ্গে অনেক দিন ধরেই সম্পর্ক ছিল ওই তরুণীর৷ প্রেমিকার সঙ্গে দেখা করতে মাঝেমধ্যে সুইৎজারল্যান্ডেও যেত গুরপ্রীত৷ িকন্তু প্রেমিকার অন্য কারও সঙ্গে সম্পর্ক আছে, এই সন্দেহ মনে দানা বাঁধতেই সমস্যার সূত্রপাত৷

সন্দেহের বশেই প্রেমিকাকে খুন করার সিদ্ধান্ত নেয় গুরপ্রীত৷ এবার নিজে সুইৎজারল্যান্ডে না গিয়ে প্রেমিকাকেই ভারতে আসতে বলে সে৷ এর পর ম্যাজিক দেখানোর নাম করে প্রেমিকার হাত, পা বেঁধে ফেলে গুরপ্রীত৷ তার পরেই ওই তরুণীকে খুন করে সে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

যে জায়গায় ওই সুইশ তরুণীর দেহ মিলেছিল, তার আশপাশের সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ জানতে পারে, একটি গাড়ি করে তরুণীর দেহ সেখানে আনা হয়৷ গাড়ির নম্বরের সূত্র ধরেই গুরপ্রীতকে জালে তোলে পুলিশ৷ ধৃতের বাড়ি থেকে প্রায় ২.২৫ কোটি টাকাও উদ্ধার হয়েছ৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
সুইৎজারল্যান্ডে প্রেম, বিদেশিনী প্রেমিকাকে ভারতে ডেকে খুন! দিল্লিতে ধৃত প্রেমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল