TRENDING:

ওয়ো রুমে বিকট চিৎকার, মেঝেতে রক্ত! দরজা খুলতেই চোখ কপালে উঠল সকলের

Last Updated:

Delhi: হোটেল কর্মীরা কখনও ভাবতেই পারেননি যে এমন ভয়ঙ্কর কিছু হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: হোটেলের রুম থেকে প্রবল চিৎকার। হোটেল কর্মীরা কখনও ভাবতেই পারেননি যে এমন ভয়ঙ্কর কিছু হতে পারে। কিছুক্ষণের মধ্যেই গুলি চালানোর আওয়াজ। একটি নয়, পর পর দুটি গুলি চালানোর আওয়াজ। এবার আর দেরি না করে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন হোটেল কর্মীরা। পুলিশ এসে দরজা ভেঙে ঢুকতেই কার্যত চক্ষু চড়কগাছ হয়ে ওঠে সকলের।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ঘটনা দিল্লির নারেলা এলাকায় একটি ওয়ো হোটেলের। এক যুগল এসে রুম বুকিং করে। হোটেল কর্মীদের দাবি, তাদের রুম থেকে প্রবল চিৎকার আসছিল। এমনকী গুলির শব্দও শোনা যায়। শেষে পুলিশে খবর দেন হোটেল কর্মীরা। পুলিশ আসতেই ভিতরে ওই যুগলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই যুবক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিসাধীন।

advertisement

আরও পড়ুন, মমতা বেরোতেই তুমুল হট্টগোল বিধানসভায়, বড় ইস্যুতে সুর চড়াল বিজেপি

পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম প্রবীণ। তার বান্ধবীর নাম গীতা। রুমের মধ্যে ঢুকে প্রবল ঝগড়া শুরু হয় তাদের মধ্যে। তখনই প্রবীণ গীতাকে গুলি করে হত্যা করে। পরে নিজেকেও গুলি করে প্রবীণ। যদিও সে প্রাণে বেঁচে গিয়েছে।

advertisement

আরও পড়ুন, 'ভোটার লিস্ট থেকে নাম কেটে দিতে পারে,' এনআরসি নিয়ে বিস্ফোরক মমতা

সেরা ভিডিও

আরও দেখুন
চাকরিতে গিয়ে হাত পুড়িয়ে রান্না, আপনার জন্য রইল সহজে টেস্টি পাবদা মাছ রান্নার রেসিপি
আরও দেখুন

তবে তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, প্রবীণ বিবাহিত। গ্রামে সন্তান নিয়ে তার স্ত্রী থাকেন। তবে গুলি চালানোর অভিযোগ আগেও প্রবীণের নামে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেপ্টেম্বরেই এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ ওঠে প্রবীণের বিরুদ্ধে। বেশ কয়েকদিন জেলেও ছিল সে। সম্প্রতি জেল থেকে জামিনে ছাড়া পায়। জেল থেকে ছাড়া পেয়েই ফের একই কাণ্ড ঘটাল সে।

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
ওয়ো রুমে বিকট চিৎকার, মেঝেতে রক্ত! দরজা খুলতেই চোখ কপালে উঠল সকলের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল