ঘটনা দিল্লির নারেলা এলাকায় একটি ওয়ো হোটেলের। এক যুগল এসে রুম বুকিং করে। হোটেল কর্মীদের দাবি, তাদের রুম থেকে প্রবল চিৎকার আসছিল। এমনকী গুলির শব্দও শোনা যায়। শেষে পুলিশে খবর দেন হোটেল কর্মীরা। পুলিশ আসতেই ভিতরে ওই যুগলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই যুবক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিসাধীন।
advertisement
আরও পড়ুন, মমতা বেরোতেই তুমুল হট্টগোল বিধানসভায়, বড় ইস্যুতে সুর চড়াল বিজেপি
পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম প্রবীণ। তার বান্ধবীর নাম গীতা। রুমের মধ্যে ঢুকে প্রবল ঝগড়া শুরু হয় তাদের মধ্যে। তখনই প্রবীণ গীতাকে গুলি করে হত্যা করে। পরে নিজেকেও গুলি করে প্রবীণ। যদিও সে প্রাণে বেঁচে গিয়েছে।
আরও পড়ুন, 'ভোটার লিস্ট থেকে নাম কেটে দিতে পারে,' এনআরসি নিয়ে বিস্ফোরক মমতা
তবে তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, প্রবীণ বিবাহিত। গ্রামে সন্তান নিয়ে তার স্ত্রী থাকেন। তবে গুলি চালানোর অভিযোগ আগেও প্রবীণের নামে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেপ্টেম্বরেই এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ ওঠে প্রবীণের বিরুদ্ধে। বেশ কয়েকদিন জেলেও ছিল সে। সম্প্রতি জেল থেকে জামিনে ছাড়া পায়। জেল থেকে ছাড়া পেয়েই ফের একই কাণ্ড ঘটাল সে।
