TRENDING:

Kolkata Fake Vaccine: ভ্যাকসিনের বদলে জল? নাকি অন্য কিছু! ভুয়ো আইএএসের টিকা ক্যাম্পে ঠিক কী দেওয়া হয়েছে, ধন্দে পুরসভা

Last Updated:

Kolkata Fake Vaccine: কলকাতার নানা জায়গায় টিকা-ক্যাম্প। বিনামূল্যে টিকা বিলি। টিকা নিলেন শয়ে শয়ে কলকাতাবাসী। কিন্তু, ভ্যাকসিন বলে যা দেওয়া হল, তা আদৌ ভ্যাকসিন তো? নাকি টিকা ভেবে জল নিল শহরবাসী? নাকি জলের থেকে ক্ষতিকর কিছু? নাকি অন্য কোনও রোগের ভ্যাকসিন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভ্যাকসিন নাকি জল? ভুয়ো আইএএসের টিকা ক্যাম্পে ঠিক কী দেওয়া হয়েছে? ধন্দে পুরসভা। আশঙ্কায় টিকা গ্রহীতারা।
advertisement

  • ভ্যাকসিন নাকি অন্য কিছু?

কলকাতার নানা জায়গায় টিকা-ক্যাম্প। বিনামূল্যে টিকা বিলি। টিকা নিলেন শয়ে শয়ে কলকাতাবাসী। কিন্তু, ভ্যাকসিন বলে যা দেওয়া হল, তা আদৌ ভ্যাকসিন তো? নাকি টিকা ভেবে জল নিল শহরবাসী? নাকি জলের থেকে ক্ষতিকর কিছু? নাকি অন্য কোনও রোগের ভ্যাকসিন?

এমনই নানা প্রশ্ন ভাবাচ্ছে পুলিশকে। ভাবাচ্ছে সেই সব মানুষকেও যাঁরা টিকা নিয়েছেন ভুয়ো আইএএসের ক্যাম্পগুলি থেকে। এমন কয়েকজনের বাড়ি গিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্যপরীক্ষা করে কলকাতা পুরসভা। অনেকেরই দাবি, টিকা নেওয়ার পর rash বেরিয়েছে।

advertisement

সূত্রের খবর, ভুয়ো আইএএসের কাছ থেকে বাজেয়াপ্ত ভায়ালের নমুনা পাঠানো হয়েছে ল্যাবে। পরীক্ষার রিপোর্ট এলেই বোঝা যাবে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে নাকি অন্য কিছু? পাশাপাশি ভায়ালের সিরিয়াল এবং ব্যাচ নম্বর পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট টিকা সংস্থার কাছে। কলকাতা পুরসভার চিকিৎসক রণিতা সেনগুপ্ত বলেন, ‘‘যে ভায়াল পাওয়া গিয়েছে তা ছোট। কলকাতা পুরসভা এই ভায়াল ব্যবহার করে না। সম্ভবত করোনার ভ্যাকসিন নয় ৷’’

advertisement

এ দিন প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুরসভা জানিয়েছে, কসবার শিবিরে কোভিশিল্ড কিংবা কোভ্যাক্সিনের মতো টিকা দেওয়া হয়নি ৷ তার বদলে দেওয়া হয়েছে বিসিজি কিংবা হামের টিকা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

টিকা আসল না জাল? সত্যিই কি করোনার ভ্যাকসিন। উত্তর খুঁজছে পুলিশ। বৃহস্পতিবার দেবাঞ্জন দেবকে নিয়ে তাঁর কসবার অফিসে তল্লাশি চালায় পুলিশ এবং ফরেন্সিক দল। দেবাঞ্জনের এই অফিস থেকেই মেলে ভায়াল আইএএস তো ভুয়ো। তাঁর ক্যাম্প থেকে দেওয়া ভ্যাকসিন কি আসল। তদন্ত চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Kolkata Fake Vaccine: ভ্যাকসিনের বদলে জল? নাকি অন্য কিছু! ভুয়ো আইএএসের টিকা ক্যাম্পে ঠিক কী দেওয়া হয়েছে, ধন্দে পুরসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল