দেবাঞ্জনের শিক্ষক রঞ্জিত মল্লিক জানিয়েছেন, ‘‘ও যে জিনিসটা করেছে। এত লোককে ভুয়ো ভ্যাকসিন দিয়েছে। তাতে আমি মর্মাহত। এই জিনিসটা না করলেই পারত ৷ ’’
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পাণ্ডা। ভুয়ো আইএএস। দেবাঞ্জন দেবের কীর্তিকলাপ জানতে পেরে মর্মাহত তার গৃহশিক্ষক, জু’লজির অধ্যাপক রঞ্জিত মল্লিক। সোনারপুরের অ্যান্ড্রুজ কলেজের প্রাক্তন অধ্যাপক রঞ্জিত মল্লিক। দেবাঞ্জন পড়তেন চারুচন্দ্র কলেজে ৷ ২০১২ এবং ২০১৩, এই দুই বছর অধ্যাপক রঞ্জিত মল্লিকের কাছে টিউশন নেন দেবাঞ্জন ৷
advertisement
শিক্ষকের নিজস্ব রেজিস্ট্রেশন খাতায় আজও নাম রয়েছে এই কীর্তিমান ছাত্রের। দেবাঞ্জনের শিক্ষক রঞ্জিত মল্লিক আরও জানান, ‘‘পড়াশুনো ও ভালো করত। খুব হাসিখুশি ছেলে ছিল। সকলের সঙ্গে মেলামেশা করে ঘোরাফেরা করা এই ব্যাপারটা খুব ভালো ছিল। পাশাপাশি ফটোগ্রাফি ওর প্যাশন ছিল ৷’’
রঞ্জিতবাবুর শিক্ষকতার পাশাপাশি তাঁর একটি যাত্রার দল রয়েছে। সেখানে দেবাঞ্জন একবার একটি সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আসে। শিক্ষকের বাড়ির পাশের রাস্তায় দেবাঞ্জন শুটিং পর্যন্ত করেছিল বলে জানিয়েছেন তার শিক্ষক ৷
শিক্ষকের দাবি, ২০১৬-র পর থেকে তাঁর আর যোগাযোগ হয়নি ছাত্র দেবাঞ্জনের সঙ্গে। সেই ছাত্রের কীর্তিকলাপ জানতে পেরে এখন বিস্মিত। মর্মাহত রঞ্জিত মল্লিক।