মাস নয়েক আগে ওই আবাসন ভাড়া নেন মহিলার স্বামী বিবেক কুমার। তিনি বোকারোর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ছিলেন। মাঝই মাঝেই কেষ্টপুরের আবাসনে আসতেন তিনি। বিবেক কুমারের দাবি, সকালে তিনি ফ্ল্যাটের তালায় চাবি লাগানো অবস্থায় দেখেন। তারপরই বাড়িওয়ালাকে খবর দেন।
পুলিশ বিবেক কুমারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহবহির্ভুত সম্পর্ক থেকেই খুন করা হয়েছে মহিলাকে। ফ্ল্যাটে অন্য কেউ আসত কি না, সেই নিয়েও খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল।
advertisement
Location :
First Published :
April 20, 2019 9:32 AM IST