TRENDING:

উত্তরপ্রদেশ জুড়ে পুলিশের ‘অপারেশন ক্লিন’, একের পর এক এনকাউন্টারে মুছে দেওয়া হচ্ছে দুঁদে আসামীদের

Last Updated:

এক ডজন এনকাউন্টারে মৃত ১০, আহত ১৫ কুখ্যাত দুষ্কৃতী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কানপুর: কানপুরের চৌবেপুর এক সিও সমেত আট পুলিশকর্মী হত্যার পর পুলিশ একেবারে কোমর বেঁধে লেগেছে ৷ গত দশদিনে প্রবলভাবে এনকাউন্টারের পর এনকাউন্টার হয়ে যাচ্ছে ৷ এই অপারেশনের নাম ‘অপারেশন ক্লিন’৷ প্রায় একডজন অপারেশন হয়েছে এরমধ্যে ৷ এরমধ্যে  হিস্ট্রি শিটার বিকাশ দুবে সহ ১০ জন মারা গিয়েছে আর ১৫ জন অত্যন্ত আহত হয়েছে ৷
advertisement

২ও ৩ জুলাইয়ের রাতে আট পুলিশ কর্মী শহিদ হন ৷ এরপর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় অত্যন্ত অখুশি হয়েছিলেন ৷ আর মুখ্যমন্ত্রীর অখুশি হওয়ার পরেই পুলিশ একেবারে উঠে পড়ে লাগে ৷ বিকাশ দুবে সমেত তার গ্যাংয়ের প্রেম প্রকাশ পান্ডে, অতুল দুবে, অমর দুবে, প্রভাত মিশ্র, প্রবীণ মারা যায় ৷ এছাড়া ভাদোহিতে কুখ্যাত অপরাধী দীপক গুপ্তা, আলিগড়ের দুষ্কৃতী বাবলু, বহরাইচে গোরক্ষপুর নিবাসী পন্না যাদব এনকাউন্টারে মারা গিয়েছে ৷ এই পন্না যাদবের নামে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

উত্তরপ্রদেশের এডিজি প্রশান্ত কুমার জানিয়ে দিয়েছেন যেকোনও অপরাধীই হোক কোনও রকমের ছাড় দেওয়া হবে না৷ সমস্ত ছোট বড় অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কাউকে কোনও ছাড় দেওয়া হবে না ৷  সমস্ত জেলার থানার অধিকর্তাদের সেই এলাকার কুখ্যাত ১০ অপরাধীর তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কানপুর কাণ্ডের পর যোগী আদিত্যনাথ অত্যন্ত রুষ্ট হয়েছিলেন ৷ আর মুখ্যমন্ত্রীকে খুশি করতে তৎপর পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
উত্তরপ্রদেশ জুড়ে পুলিশের ‘অপারেশন ক্লিন’, একের পর এক এনকাউন্টারে মুছে দেওয়া হচ্ছে দুঁদে আসামীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল