TRENDING:

CBI on Jharkhand Judge Death: সামনে এল চাঞ্চল্যকর সত্যি, ইচ্ছে করেই ঝাড়খণ্ডের বিচারককে অটো চাপা দেওয়া হয়েছিল!

Last Updated:

জগিং করার সময় ওই বিচারককে (Uttam Anand) ইচ্ছা করেই অটোটি চাপা দিয়েছিল (Jharkhand Judge Death)। বৃহস্পতিবার ঝাড়খণ্ড হাইকোর্টে এমনই দাবি করেছে ঘটনার তদন্তকারী সংস্থা সিবিআই (CBI on Jharkhand Judge Death)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাঁচি: সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে অটোয় চাপা পড়ে মৃত্যু হয়েছিল ঝাড়খণ্ডের বিচারকের (Jharkhand Judge Death)। গত জুলাই মাসে ঘটা এই ঘটনায় গোটা দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল। সেই ঘটনার শুনানিতে এবার আরও চাঞ্চল্য ছড়াল। জগিং করার সময় ওই বিচারককে (Uttam Anand) ইচ্ছা করেই অটোটি চাপা দিয়েছিল (Jharkhand Judge Death)। বৃহস্পতিবার ঝাড়খণ্ড হাইকোর্টে এমনই দাবি করেছে ঘটনার তদন্তকারী সংস্থা সিবিআই (CBI on Jharkhand Judge Death)।
সামনে এল চাঞ্চল্যকর সত্যি, ইচ্ছে করেই ঝাড়খণ্ডের বিচারককে অটো চাপা দেওয়া হয়েছিল!
সামনে এল চাঞ্চল্যকর সত্যি, ইচ্ছে করেই ঝাড়খণ্ডের বিচারককে অটো চাপা দেওয়া হয়েছিল!
advertisement

এই ঘটনায় দেশে শোরগোল পড়ে যাওয়ার পরই স্বতঃপ্রণোদিত মামলা শুনেছিল সুপ্রিম কোর্ট। সেখানেও শীর্ষ আদালত সিবিআই-কে নোটিস জারি করেছিল এই মামলায়। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বিচারকদের হুমকি দেওয়ার ক্ষেত্রে সিবিআই বা কোনও তদন্তকারীই ঠিক মতো প্রতিক্রিয়া দিচ্ছে না। গত জুলাই মাসের শেষের দিকে ধানবাদে বিচারকের (Uttam Anand) মৃত্যুর ঘটনার তদন্তভার পায় সিবিআই (CBI on Jharkhand Judge Death)। সেই সময়ই অভিযোগ ওঠে, অতিরিক্ত জেলা বিচারক উত্তম আনন্দকে ইচ্ছাকৃত গাড়ি চাপা দিয়ে খুন করা হয়েছে (Jharkhand Judge Death)। সেই মামলার শুনানিতেই এদিন সিবিআইয়ের দাবি, ইচ্ছাকৃত ভাবেই বিচারক উত্তম আনন্দকে (Uttam Anand) চাপা িদয়েছিল অটোটি (CBI on Jharkhand Judge Death)।

advertisement

সিবিআইয়ের দাবি, ঘটনাস্থলে গিয়ে পুনর্নির্মাণ, সিসিটিভি ফুটেজ, ফরেন্সিক পরীক্ষা-- সমস্ত কিছুর পর সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে, ধানবাদের বিচারক উত্তম আনন্দকে (Uttam Anand) ইচ্ছে করেই অটো চাপা দেওয়া হয়েছিল। ঘটনাস্থলের নমুনা ফরেন্সিক পরীক্ষা করেছে, গান্ধিনগর, দিল্লি ও মুম্বইয়ের বিশেষজ্ঞরা। প্রত্যেকেই একে ইচ্ছাকৃত খুন বলে দাবি করেছেন। যদিও তদন্ত এখন শেষের পর্যায়, দুই অভিযুক্তের নার্কো পরীক্ষা, লাই ডিটেক্টর ও ব্রেন ম্যাপিংয়ের কাজ চালানো হচ্ছে। এই ঘটনার পিছনে কী গভীর ষড়যন্ত্র রয়েছে তা খতিয়ে দেখছে সিবিআই।

advertisement

আরও পড়ুন: দুর্ঘটনা নয়, ঝাড়খন্ডের বিচারককে ছক কষে খুন করা হয়েছে! চাঞ্চল্যকর ফুটেজ দেখুন

অটোর চালক লক্ষ্মণ ভার্মা ও হেল্পার রাহুল ভার্মাকে ঘটনার পরদিনই গ্রেফতার করা হয়েছিল। অটোটি এক মহিলার নামে রেজিস্টার করা রয়েছে বলে জানা গিয়েছে। ২৮ জুলাই ভোরে জগিং করতে বেরিয়ে গাড়ির ধাক্কায় মারা যান বিচারক আনন্দ। রাঁচিতে তাঁর বাড়ির খুব কাছেই হয় দুর্ঘটনা। কিছুক্ষণ পর ৪৯ বছরের বিচারককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন কয়েক জন পথচারী। হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তার পরেই একটি ফুটেজ ভাইরাল হয়। তাতে দেখা যায়, কীভাবে পিছন থেকে এসে ধাক্কা মারছে অটো। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে শিউড়ে উঠেছিল গোটা দেশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

আরও পড়ুন: বিচার বিভাগকে সুরক্ষা দিতে পারছে না পুলিশ বা সিবিআই: সুপ্রিম কোর্ট

বাংলা খবর/ খবর/ক্রাইম/
CBI on Jharkhand Judge Death: সামনে এল চাঞ্চল্যকর সত্যি, ইচ্ছে করেই ঝাড়খণ্ডের বিচারককে অটো চাপা দেওয়া হয়েছিল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল