TRENDING:

নদিয়ায় রেশনে দুর্নীতির অভিযোগে ৪টি চালকলে সিআইডি তল্লাশি, বাজেয়াপ্ত নিম্নমানের চাল

Last Updated:

রেশনে খারাপ চাল দেওয়া হচ্ছে অভিযোগ করেছিলেন করিমপুরের তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে সিআইডি। ৪টি চালকলে তল্লাশি চালিয়ে কয়েকশো বস্তা নিম্নমানের চাল বাজেয়াপ্ত হয়েছে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রেশনে খারাপ চাল দেওয়া হচ্ছে অভিযোগ করেছিলেন করিমপুরের তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে সিআইডি। ৪টি চালকলে তল্লাশি চালিয়ে কয়েকশো বস্তা নিম্নমানের চাল বাজেয়াপ্ত হয়েছে । দুর্নীতির সঙ্গে খাদ্য দফতরের কর্মীরা জড়িতে বলে মনে করছে সিআইডি। রেশনে নিম্নমানের চাল সরবরাহ নিয়ে সরব হয়েছেন করিমপুরের বিধায়ক। অভিযোগ পেয়ে তড়িঘড়ি তদন্তে নেমেছে খাদ্য দফতর।
advertisement

আরও পড়ুন : নিরাপত্তার কারণে এখনই খুলছে না বিশ্ববাংলা গেট ও রেস্তোরাঁ, সিদ্ধান্ত প্রশাসনের

নদিয়ায় রেশন দুর্নীতি তেহট্ট ও পলাশির ১১টি রেশন দোকান চিহ্নিত করা হয়েছে যেখান থেকে নিম্নমানের চাল সরবরাহ সুবোধ কুমার রায় নামে এক ডিস্ট্রিবিউটরের গুদাম থেকে চাল সরবরাহ হত ৷ সুবোধকে জিজ্ঞাসাবাদ করে তেহট্টের ৩টি ও পলাশির ১টি চালকলের হদিশ ৷ রেশন দুর্নীতি আঁচ করতে পেরেই খাদ্য দফতর রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছিল। তারপরই তদন্তে নামে সিআইডি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাজেয়াপ্ত চাল বা নিম্ন মানের চালের বস্তা পরীক্ষার জন্য আগেই পাঠানো হয়েছিল । প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছেন তদন্তকারীরা। সিআইডির র‍াডারে এখন খাদ্য দফতরের কয়েকজন কর্মী ও চালকল মালিক। অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এখন শুধু সময়ের অপেক্ষা।

বাংলা খবর/ খবর/ক্রাইম/
নদিয়ায় রেশনে দুর্নীতির অভিযোগে ৪টি চালকলে সিআইডি তল্লাশি, বাজেয়াপ্ত নিম্নমানের চাল