TRENDING:

এবার মাংসের লোভে গর্ভবতী বুনো মহিষকে নির্মম হত্যা! থেঁতলে নষ্ট করা হল ভ্রুণটিও

Last Updated:

গর্ভবতী হাতি খুনের পর উত্তাল হয়েছিল দেশ৷ কিন্তু তারপরও কি হুঁশ ফিরল? ফের গর্ভবতী মহিষের হত্যায় সেই প্রশ্নই উঠছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিরুঅনন্তপুরম: আবার বন্যপ্রাণীর নির্মম খুনের খবর চলে এল শিরোনামে৷ গর্ভবতী হাতির পর এবার গর্ভবতী মহিষকে হত্যা করা হল এবং তার ভ্রুণকেও পিষে মেরে ফেলা হল৷ এতটাই পৈশাচিক অত্যাচার চলল করলের মল্লপুরম জেলার পুকটুপদ্দম গ্রামের পুঞ্চার জঙ্গলে৷ চোরাশিকারিদের ছোবল থেকে বাঁচতে পারল না সন্তানসম্ভবা মহিষ৷ তার সঙ্গে গর্ভে বেড়ে ওঠা সন্তানেরও হত্যালীলা চলাল একদল চোরাশিকারী৷ প্রথমে মহিষকে কাটা হয় তার মাংসের জন্য, তারপর থেঁতলে দেওয়া হয় গর্ভে থাকা ভ্রুণটিকেও!
advertisement

জঙ্গলে চোরাশিরাকীদের যাতায়াত বেড়েছে৷ খবর যায় কেরলের বনবিভাগের কাছে৷ সেই মোতাবেক ১০ অগাস্ট জঙ্গল পরিদর্শনে যান আধিকারিকরা৷ এই অভিযানে মহিষ হত্যার ঘটনা সামনে আসে৷ ৬ ব্যক্তি এই বন্য মহিষকে খুন করে, তার হাড়, দেহ সহ শিকারের কিছু অস্ত্র জঙ্গলে ছেড়ে চলে যায়৷ জঙ্গলের ভিতর থেকে সেগুলি উদ্ধার হয়৷ মহিষের মরদেহ দেখে বনবিভাগের আধিকারিকরা বুঝতে পারেন যে মৃত্যুর সময় মহিষটি গর্ভবতী ছিল৷

advertisement

আরও পড়ুন গর্ভবতীকে গ্যাংরেপ! 'সামাজিক লজ্জায়' গর্ভবতী স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

মূল অভিযুক্ত আবু গুলি করে মারে বন্যপশুটিকে৷ তার বাড়ি থেকেই ২৫ কেজি মহিষের মাংস উদ্ধার করেছে বনদফতর৷ আবু সহ আরও ৫ অভিযুক্তকে গ্রেফতার করা হয়৷ বুধবার আদালতে তোলা হয় তাদের৷ তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী হত্যা সহ আরও অভিযোগ রয়েছে৷ এরা ছাড়াও আর কেউ এই হত্যার পিছনে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ঘটনার ঠিক দু’মাস আগে গর্ভবতী হাতিকে আনারসের মধ্যে বাজি খাইয়ে মেরে ফেলা হয়েছিল৷ সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল দেশ৷ ফের এই ঘটনা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল বন্যপ্রাণের প্রতি মানুষের ব্যবহার কিছুই বদলায়নি৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
এবার মাংসের লোভে গর্ভবতী বুনো মহিষকে নির্মম হত্যা! থেঁতলে নষ্ট করা হল ভ্রুণটিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল