পুলিশ সূত্রে খবর, অমিতের সঙ্গে একটি বিমা সংস্থার অফিসে একসঙ্গে কাজ করতেন দেবশ্রী৷ সেই সূত্রেই আলাপ এবং ঘনিষ্ঠতা৷ প্রায় সাত বছর আগে দু' জনের পরিচয় হয়৷ প্রেম পর্ব প্রায় পাঁচ বছরের৷ এর পর গত ২ এপ্রিল অমিতকে বিয়ে করেন দেবশ্রী৷
কিন্তু বিয়ের পরই ছন্দপতন ঘটে৷ দেবশ্রীর অভিযোগ, এক যুবতীকে ধর্ষণের অভিযোগে এর আগে গ্রেফতার হন অমিত৷ কিন্তু সেকথা অমিত তাঁকে কিছুই জানিয়ে বিয়ে করেন বলে অভিযোগ দেবশ্রীর৷ শুধু তাই নয়, বিয়ের পর থেকে অমিত এবং তার মা মিলে তাঁর উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন চালাচ্ছেন বলেও অভিযোগ করেছেন দেবশ্রী৷ এমন কি, তাঁর গয়নাও হস্তগত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেবশ্রী৷
advertisement
দেবশ্রী বলেন, '২ এপ্রিল আমাদের বিয়ে হয়৷ ১০ এপ্রিল ওর মধ্যে কিছু পরিবর্তন আসতে শুরু করে৷ এর পর ও বাগুইআটিতে নিজের মায়ের বাড়িতে চলে যায়৷ আমার সন্দেহ হওয়া খোঁজখবর করে জানতে পারি ওর বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ রয়েছে৷ আমি অভিযোগকারিণী মেয়েটির সঙ্গেও যোগাযোগ করে সবকিছু জানতে পারি৷ ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ যে করতে পারে, সে আমার স্বামী হলেও তাঁকে ছেড়ে দেওয়ার কোনও প্রশ্ন ওঠে না৷'
দেবশ্রীর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার কথায়, 'উনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে৷ তার পরেও সাহস করে গোটা ঘটনা উনি সামনে এনেছেন৷ এর জন্য তাঁকে কুর্ণিশ জানাতেই হয়৷ নাহলে জানা যেত না ওনার উপরে কী ধরনের অত্যাচার চলেছে৷'
অমিতের বিরুদ্ধে প্রতারণা, বধূ নির্যাতন, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ এ দিনই অমিতকে বারাসত আদালতে পেশ করা হবে৷
Anup Chakraborty