নিজের বান্ধবীকে শ্বাসরোধ করে খুন করে ৩৫ টুকরো করার অভিযোগ রয়েছে দিল্লিকাণ্ডে ধৃত আফতাবের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, বান্ধবীর শরীরের সেইসব টুকরো রেফ্রিজেটরে রেখে প্রতিদিন রাতে একটা একটা করে মেহরৌলির জঙ্গলে গিয়ে ফেলে আসত আফতাব। শ্রদ্ধার দেহাংশ ফ্ল্যাটে থাকাকালীন এক বান্ধবীকেও সেই ফ্ল্যাটে এনেছিল, দিয়েছিল শ্রদ্ধারই আংটি। ভাগলপুরের আততায়ী অবশ্য তরুণীর প্রেমিক নয়৷ তাহলে কে? কেন এই নৃশংসতা?
advertisement
আরও পড়ুন: রাজধানীতে লঙ্কাকাণ্ড! রাহুলের মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়, তোলপাড় রাজনীতি
মৃত্যুর আগে ঘাতকের নাম পুলিশকে জানিয়ে গিয়েছেন তরুণী । তাঁর বয়ান অনুযায়ী অভিযুক্ত শাকিলের খোঁজ চলছে। কে এই শাকিল? তরুণীর স্বামী জানিয়েছেন, পিছন থেকে আঘাত করে আততায়ী৷ তাঁর স্ত্রী পড়ে যাওয়ার পরে কোপানো হয় তাঁকে৷ তাঁর পরিবারের কোনও শত্রুতা ছিল না। তাহলে কেন এই হামলা? পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ। ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ৷ ভয়াবহ সেই দৃশ্য ভুলতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা৷
