আরও পড়ুন : তাৎক্ষণিক তিন তালাক নিয়ে রাজ্য়সভায় অডিন্যান্স আনবে কেন্দ্রীয় সরকার
বৃহস্পতিবার মুর্শিদাবাদে প্রচুর মাদক ইঞ্জেকশনের সিরিঞ্জ সহ ধরা পড়ল রেজাউল করিম নামে এক ব্যক্তি ৷ দফায় দফায় তাকে জেরা করে জানা যায় বাজারে মাদকের দাম চড়া হওয়ায় স্কুল পড়ুয়ারা কিনতে পারত না ৷ তাই তাদের আয়ত্তের মধ্যে থাকাতেই এই নেশায় ঝুঁকেছে পড়ুয়ার দল ৷
advertisement
চিকিৎসকেরা জানিয়েছেন, এই মাদক শরীরের পক্ষে ক্ষতিকারক৷ এই নেশায় আগামী দিনে শরীরে বাসা বাঁধতে পারে বিভিন্ন রোগ ৷ এদিকে ধৃতকে জেরা করে চক্রের হদিশ পাওয়া যাচ্ছে আস্তে আস্তে ৷ আরও এক অভিযুক্ত রবিউলের বিরুদ্ধে তল্লাশি চলছে ৷ ধৃত রেজাউলকে আদালতে তোলা হয়েছে ৷
Location :
First Published :
May 04, 2018 5:12 PM IST