TRENDING:

মেয়ের মায়ের সঙ্গেও ছিল ঘনিষ্ঠতা ! ত্রিকোণ সম্পর্কের জেরেই কি খুন অয়ন ?

Last Updated:

এমনকী, শারীরিক সম্পর্কের জন্য মেয়েটির মা অয়নকে ফোন করে ডাকতেন ৷ এমন অভিযোগও সামনে এসেছে ৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ত্রিকোণ সম্পর্কের জেরেই ছেলে খুন হয়েছে বলে অয়নের বাবা দাবি করেছেন। একই দাবি বন্ধু রাজু প্রামাণিকেরও । বিভিন্ন সূত্রে এই তথ্য উঠে আসছে, যে মেয়ের পাশাপাশি মেয়ের মায়ের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অয়ন মণ্ডলের ৷ এমনকী, শারীরিক সম্পর্কের জন্য মেয়েটির মা অয়নকে মাঝেমধ্যেই ফোন করে ডাকতেন ৷ এমন অভিযোগও সামনে এসেছে ৷
advertisement

হরিদেবপুরে যুবক অয়ন মণ্ডলকে খুন কি পূর্ব পরিকল্পিত? এখনও পর্যন্ত উঠে আসা তথ্য এমনই ভাবাচ্ছে তদন্তকারীদের। সূত্রের খবর, নিহত অয়নের মোবাইল ফোন হাতিয়ে নেওয়াই ছিল অভিযুক্তদের টার্গেট।

সূত্রের দাবি, ওই মোবাইলে ছিল অয়নের বান্ধবী ও তার মায়ের সঙ্গে থাকা ঘনিষ্ঠ মূহুর্তের ভিডিও। যা নিয়েই গত কয়েক মাস ধরেই ঝামেলার সূত্রপাত বলে জানা গিয়েছে। তাহলে কি মোবাইল ফোন ছিনিয়ে নিতেই পরিকল্পনা করে মারধর ও খুন? ভাবাচ্ছে তদন্তকারীদের। এমনকি অয়নের বান্ধবীর বাড়ির দোতলায় যেখানে অয়নকে মারধর করা হয় এবং মৃত্যু হয়, সেখানে নমুনা সংগ্রহ করতে গিয়ে কোনওরকম রক্তের দাগ বা ছাপ পাননি ফরেন্সিক বিশেষজ্ঞরা, দাবি সূত্রের। কারণ ঘটনার পর জল দিয়ে ভাল করে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছিল ঘটনাস্থল বলে দাবি পুলিশের। তাহলে কি মারার উদ্দেশ্য নিয়েই ডাকা হয়েছিল অয়নকে?

advertisement

আরও পড়ুন- টার্গেট ছিল অয়নের মোবাইল হাতিয়ে নেওয়া, খুন কি তাহলে পূর্ব পরিকল্পিত? ভাবাচ্ছে তদন্তকারীদের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নেপথ্যে পৌঁছতে অভিযুক্তদের দফায় দফায় জেরা করা হয়েছে পুলিশের তরফে বলে সূত্রের খবর। এমনকি আরও একটি বিষয় ভাবাচ্ছে পুলিশকে। সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে উঠে এসেছে ব্ল্যাকমেইল তথ্য। অয়নের মোবাইলে থাকা ভিডিও দেখিয়ে একাধিক বার ব্ল্যাকমেইল করেছিল অয়ন, এমন তথ্য প্রাথমিক ভাবে জেরাতেও উঠে এসেছে বলে দাবি তদন্তকারীদের। যা অন্যতম কারণ হতে পারে এই খুনের ঘটনার বলেও মনে করছে পুলিশ। সব মিলিয়ে এখনও পর্যন্ত উঠে আসা তথ্য প্রমাণে জোর দিতে চাইছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
মেয়ের মায়ের সঙ্গেও ছিল ঘনিষ্ঠতা ! ত্রিকোণ সম্পর্কের জেরেই কি খুন অয়ন ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল