হরিদেবপুরে যুবক অয়ন মণ্ডলকে খুন কি পূর্ব পরিকল্পিত? এখনও পর্যন্ত উঠে আসা তথ্য এমনই ভাবাচ্ছে তদন্তকারীদের। সূত্রের খবর, নিহত অয়নের মোবাইল ফোন হাতিয়ে নেওয়াই ছিল অভিযুক্তদের টার্গেট।
সূত্রের দাবি, ওই মোবাইলে ছিল অয়নের বান্ধবী ও তার মায়ের সঙ্গে থাকা ঘনিষ্ঠ মূহুর্তের ভিডিও। যা নিয়েই গত কয়েক মাস ধরেই ঝামেলার সূত্রপাত বলে জানা গিয়েছে। তাহলে কি মোবাইল ফোন ছিনিয়ে নিতেই পরিকল্পনা করে মারধর ও খুন? ভাবাচ্ছে তদন্তকারীদের। এমনকি অয়নের বান্ধবীর বাড়ির দোতলায় যেখানে অয়নকে মারধর করা হয় এবং মৃত্যু হয়, সেখানে নমুনা সংগ্রহ করতে গিয়ে কোনওরকম রক্তের দাগ বা ছাপ পাননি ফরেন্সিক বিশেষজ্ঞরা, দাবি সূত্রের। কারণ ঘটনার পর জল দিয়ে ভাল করে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছিল ঘটনাস্থল বলে দাবি পুলিশের। তাহলে কি মারার উদ্দেশ্য নিয়েই ডাকা হয়েছিল অয়নকে?
advertisement
নেপথ্যে পৌঁছতে অভিযুক্তদের দফায় দফায় জেরা করা হয়েছে পুলিশের তরফে বলে সূত্রের খবর। এমনকি আরও একটি বিষয় ভাবাচ্ছে পুলিশকে। সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে উঠে এসেছে ব্ল্যাকমেইল তথ্য। অয়নের মোবাইলে থাকা ভিডিও দেখিয়ে একাধিক বার ব্ল্যাকমেইল করেছিল অয়ন, এমন তথ্য প্রাথমিক ভাবে জেরাতেও উঠে এসেছে বলে দাবি তদন্তকারীদের। যা অন্যতম কারণ হতে পারে এই খুনের ঘটনার বলেও মনে করছে পুলিশ। সব মিলিয়ে এখনও পর্যন্ত উঠে আসা তথ্য প্রমাণে জোর দিতে চাইছে পুলিশ।