TRENDING:

নাবালিকাকে গণধর্ষণ করে ভিডিও, লালবাগ কাণ্ডে দোষী সাব্যস্ত ৪! অভিযুক্তদের ধরিয়ে দিল হাতের ট্যাটু

Last Updated:

২০২১ সালে দুর্গা পূজোর ঠিক দু দিন আগে লালবাগে নিজের মামার বাড়ি বেড়াতে এসেছিল ওই নাবালিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লালবাগ: নাবালিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছিল চার জন মিলে। এখানেই শেষ নয়, অত্যাচার চালানোর সময় গণধর্ষণের ভিডিও রেকর্ডিংও করে রেখেছিল অভিযুক্তরা। েশষ পর্যন্ত অভিযুক্তদের এই বেপরোয়া মনোভাবই তাদের ধরিয়ে দিতে সাহায্য করল। চার বছর আগে মুর্শিদাবাদের লালবাগে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত চার যুবককেই এ দিন দোষী সাব্যস্ত করলেন লালবাগ মহকুমা আদালতের বিচারক দীপ্ত ঘোষ। আগামী বুধবার হবে সাজা ঘোষণা৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে দুর্গা পূজোর ঠিক দু দিন আগে লালবাগে নিজের মামার বাড়ি বেড়াতে এসেছিল ওই নাবালিকা। সেই সময় চার যুবক তাকে একা পেয়ে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। গণধর্ষণের সময় গোটা ঘটনার ভিডিও করে রেখেছিল চার অভিযুক্ত৷ ঘটনার কথা কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় তারা৷

advertisement

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত আরও এক, কৌশিক মাজিকে গ্রেফতার করল সিবিআই 

শেষ পর্যন্ত সত্যিই ওই গণধর্ষণের ভিডিও ভাইরাল করে দেয় চার অভিযুক্ত৷ এর পরেই মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের হয়৷ তদন্তে নেমে চার জনকেই গ্রেফতার করে পুলিশ৷ আর অভিযুক্তদের চিহ্নিত করতে ভাইরাল হওয়া ভিডিও পুলিশের প্রধান অস্ত্র হয়ে ওঠে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই পরিচর্যায় আলাদা ফলন! রঙিন ফুলকপি চাষের বিশেষ পদ্ধতি দেখালেন কৃষি বিজ্ঞানীরা
আরও দেখুন

কারণ গণধর্ষণের ভিডিওতে অভিযুক্তদের হাতে ট্যাটু দেখা গিেয়ছিল৷ গ্রেফতার হওয়ার পর ভাইরাল হওয়া ভিডিওতে অভিযুক্তদের হাতে থাকা ট্যাটুর সঙ্গে ধৃতদের হাতের ট্যাটু মিলে যায়৷ পাশাপাশি ভিডিও থেকে সংগৃহীত গলার স্বরের নমুনা এবং ধৃতদের গলার স্বরও ফরেন্সিক পরীক্ষায় মিলে যায়৷ ফলে অভিযোগ প্রমাণে সুবিধা হয় পুলিশের৷ আগামী বুধবার ধৃতদের কী শাস্তি দেন বিচারক, সেটাই এখন দেখার৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
নাবালিকাকে গণধর্ষণ করে ভিডিও, লালবাগ কাণ্ডে দোষী সাব্যস্ত ৪! অভিযুক্তদের ধরিয়ে দিল হাতের ট্যাটু
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল