পুলিশ সূত্রে খবর, ২০২১ সালে দুর্গা পূজোর ঠিক দু দিন আগে লালবাগে নিজের মামার বাড়ি বেড়াতে এসেছিল ওই নাবালিকা। সেই সময় চার যুবক তাকে একা পেয়ে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। গণধর্ষণের সময় গোটা ঘটনার ভিডিও করে রেখেছিল চার অভিযুক্ত৷ ঘটনার কথা কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় তারা৷
advertisement
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত আরও এক, কৌশিক মাজিকে গ্রেফতার করল সিবিআই
শেষ পর্যন্ত সত্যিই ওই গণধর্ষণের ভিডিও ভাইরাল করে দেয় চার অভিযুক্ত৷ এর পরেই মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের হয়৷ তদন্তে নেমে চার জনকেই গ্রেফতার করে পুলিশ৷ আর অভিযুক্তদের চিহ্নিত করতে ভাইরাল হওয়া ভিডিও পুলিশের প্রধান অস্ত্র হয়ে ওঠে৷
কারণ গণধর্ষণের ভিডিওতে অভিযুক্তদের হাতে ট্যাটু দেখা গিেয়ছিল৷ গ্রেফতার হওয়ার পর ভাইরাল হওয়া ভিডিওতে অভিযুক্তদের হাতে থাকা ট্যাটুর সঙ্গে ধৃতদের হাতের ট্যাটু মিলে যায়৷ পাশাপাশি ভিডিও থেকে সংগৃহীত গলার স্বরের নমুনা এবং ধৃতদের গলার স্বরও ফরেন্সিক পরীক্ষায় মিলে যায়৷ ফলে অভিযোগ প্রমাণে সুবিধা হয় পুলিশের৷ আগামী বুধবার ধৃতদের কী শাস্তি দেন বিচারক, সেটাই এখন দেখার৷