এই ধরনের লিঙ্কে ক্লিক না করার জন্য বার বার ব্যাঙ্ক এবং আরবিআই-এর পক্ষ থেকে প্রচার করা হয়৷ এই ঘটনার পর মুম্বই পুলিশের পক্ষ থেকেও ফের একবার সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে৷ এই ধরনের লিঙ্কে ক্লিক করে যাতে কেউ ব্যক্তিগত তথ্য না দেন, তা মনে করিয়ে দেওয়া হয়েছে৷
আরও পড়ুন: টাওয়ার বসানোর নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! গ্রেফতার মূল অভিযুক্ত
advertisement
এই ধরনের লিঙ্কে ক্লিক করলেই সাধারণত একটি ভুয়ো ওয়েবসাইট খুলে যায়৷ সেখানেই গ্রাহকদের থেকে কাস্টমার আইডি, পাসওয়ার্ড এবং অন্যান্য গোপনীয় তথ্য চাওয়া হয়৷ যাঁরা ফাঁদে পা দিয়ে এই সমস্ত তথ্য দিয়ে দেন, চোখের পলকে তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যায়৷ মুম্বইয়ের ওই ব্যাঙ্কের যে চল্লিশ জন গ্রাহক টাকা খুইয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন টিভি তারকা শ্বেতা মেমনও৷
আরও পড়ুন: মর্মান্তিক! ৫০০ টাকার জন্য বন্ধুর সঙ্গে সেই নৃশংস কাজ, হাড়হিম ঘটনা নানুরে
অভিযোগ পত্রে শ্বেতা মেমন জানিয়েছেন, গত বৃহস্পতিবার তিনি ওই ভুয়ো মেসেজের সঙ্গে পাঠানো লিঙ্কে ক্লিক করেন৷ তিনি ভেবেছিলেন ব্যাঙ্ক থেকেই ওই মেসেজ পাঠানো হয়েছে৷ এর পর যো পোর্টালটি খোলে, সেখানে তিনি কাস্টমার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে দেন৷
ওই অভিনেত্রী আরও জানান, একজন মহিলা ব্যাঙ্ক আধিকারিক পরিচয় দিয়ে তাঁকে ফোনও করেন৷ তিনিই তাঁকে ফোনে আসা ওটিপি ওই পোর্টালে জমা দিতে বলেন৷ এর পরের মুহূর্তেই তাঁর অ্যাকাউন্ট থেকে ৫৭,৬৩৬ টাকা উধাও হয়ে যায়৷