নির্যাতিতা তার বয়ানে জানান, ঘটনার দিন মাবাইলে নোপো তাকে ফোন করে ৷ শনিবার সকালে ফোনে অভিযুক্ত জানান, তৃতীয় বর্ষের এক ছাত্র তার বাড়িতে মদ্যপ অবস্থায় রয়েছে ৷ তার কোনও হুঁশ নেই ৷ মদ্যপ ছাত্রকে তার ঘরে পৌঁছে দেওয়ার জন্য তার সাহায্য চাই ৷ তাই সে নির্যাতিতাকে ডেকে পাঠায় ৷ ফোন রেখে সাহায্য করতে নির্যাতিতা নোপোর বলা জায়গায় পৌঁছে যায় ৷
advertisement
নিগৃহীতা জানান, নোপো নিজেই সেই সময় মদ্যপ অবস্থায় ছিল ৷ সে তাকে পাশে একটি খালি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে ৷ ধর্ষণের পর নির্যাতিতাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা চালায় নোপো ৷ কিন্তু কোনও মতে সেখান থেকে পালিয়ে আসতে সফল হয় নির্যাতিতা ৷ হোস্টেলে পৌঁছে কর্তৃপক্ষকে সমস্ত বিষয়টি জানায় ৷ এরপর তারাই পুলিশকে খবর দেয় ৷
ঘটনার পর থেকেই নোপো পলাতক ৷ নোপোর বিরুদ্ধে ৩৭৬ ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷ তদন্ত শুরু করে নোপোর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷