TRENDING:

দ্বিতীয়বারও মেয়ে ! ২৮ দিনের সদ্যজাতকে আছড়ে মারল বাবা

Last Updated:

দ্বিতীয়বারও মেয়েও হয়েছে ? রাগে ২৮ দিনের মেয়েকে আছাড় মেরে মারল বাবা ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদের গান্ধি নগরে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফিরোজাবাদ:  দ্বিতীয়বারও মেয়েও হয়েছে ? রাগে ২৮ দিনের মেয়েকে আছাড় মেরে মারল বাবা ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদের গান্ধি নগরে ৷ সদ্যজাতকে স্ত্রীর চোখের সামনেই নির্মম ভাবে হত্যা করে স্বামী ৷ বান্টি নামে অভিযুক্ত ব্যক্তিকে ৩০২ ধারায় গ্রেফতার করা হয়েছে ৷
advertisement

আরও পড়ুন: খাবারের লোভ দেখিয়ে দুই নাবালিকাকে ২ বছর ধরে লাগাতার ধর্ষণ

পুলিশ জানিয়েছে, মৃত কন্যা সন্তান ওই দম্পতির দ্বিতীয় কন্যাসন্তান ৷ বান্টি প্রথম থেকেই পুত্র সন্তান চেয়ে এসেছিলেন ৷ কিন্তু এবারও তার স্বপ্নপূরণ হয়নি ৷ এই নিয়ে তার স্ত্রীর সঙ্গে বচসাও হয় ৷ এরপর রাগের মাথায় ২৮ দিনের শিশুকে মায়েক কোল থেকে ছিনিয়ে আচাড় মেরে ফেলে দেয় ৷ সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় শিশুটির ৷

advertisement

আরও পড়ুন: লুকিয়ে ছাত্রীদের পোশাক পরিবর্তন দেখতে গিয়ে ধৃত শিক্ষক

সেরা ভিডিও

আরও দেখুন
পড়তে এসেছিলেন খড়গপুর আইআইটি-তে, হয়ে গেলেন ডেপুটি ডিরেক্টর! রিন্টু ম্যাডাম আজ সবার গর্ব
আরও দেখুন

বান্টির শ্বশুরের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে ৷ বান্টি পেশায় দিনমজুর ৷ দু’বছর আগে তার বিয়ে হয় ৷ তাদের দেড় বছরের একটি কন্যাসন্তান রয়েছে ৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
দ্বিতীয়বারও মেয়ে ! ২৮ দিনের সদ্যজাতকে আছড়ে মারল বাবা