TRENDING:

হাতির 'বিশ্বাস' রাখতে পারল না মানুষ! খুনিদের কড়া শাস্তি হবে জানালেন কেরলের মুখ্যমন্ত্রী

Last Updated:

ইতিমধ্যেই হাতি মৃত্যুর নিন্দায় সরব হয়েছেন পশুপ্রেমীরা৷ সোশ্যাল নেটওয়ার্কে ছেয়ে গিয়েছে নানা ধরণের পোস্ট৷ সাধারণ মানুষ থেকে তারকা, সকলেই যোগ্য শাস্তির দাবি জানিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিরুয়নন্তপুরম: গর্ভবতী হাতির মুত্যুতে গর্জে উঠেছে গোটা দেশ৷ মানুষ এত অত্যাচরী হতে পারে, তার প্রমাণ এই হাতির মর্মান্তিক মৃত্যু৷ আনারসের মধ্যে বাজি খাইয়ে দেওয়া হয় হাতিকে৷ গর্ভাবস্থায় তা ফেটেই মৃত্যু হয় হাতির৷ হাতি মৃত্যুর ঘটনা কড়া হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ বন দফতর এই বিষয়টি খতিয়ে দেখছে, দোষীদের কড়া শাস্তি হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মান্নাকাড় বন বিভাগ অভিযোগ দায়ের করেছে৷ দোষীদের চিহ্নিত করতে পারলে মোটা টাকা দেওয়া হবে, এমনই ঘোষণা করেছে ২টি সংস্থাও৷
advertisement

ইতিমধ্যেই হাতি মৃত্যুর নিন্দায় সরব হয়েছেন পশুপ্রেমীরা৷ সোশ্যাল নেটওয়ার্কে ছেয়ে গিয়েছে নানা ধরণের পোস্ট৷ সাধারণ মানুষ থেকে তারকা, সকলেই যোগ্য শাস্তির দাবি জানিয়েছেন৷ এবং এর পাশাপাশি বন্যপ্রাণী আইন আরও কড়া হওয়ারও দাবি উঠেছে৷ হাতিটির খুন করা হয়েছে, তার মৃত্যু হয়নি, এবং মানুষ তার খুন করেছে, এমনই পোস্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷ খুনীদের শাস্তি চেয়ে সরব হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ৷

advertisement

মান্নাকাড় ডিভিশন ফরেস্ট অফিসার সুনীল কুমার জানান যে, থিরুভিজামকুন্নু ফরেস্ট সেকশন থেকে ৩০০ মিটার দূরে একটি বেসরকারি জমিতে হাতিটির মৃত্যু হয়৷ ইতিমধ্যেই অভিযোগ দায়ের হলেও কেউ এখনও গ্রেফতার হয়নি৷

বিজেপি নেত্রী মানেকা গান্ধি হাতির মৃত্যুর তীব্র প্রতিবাদ জানিয়েছেন৷ যেই লোকসভা কেন্দ্রে হাতির মৃত্যু হয়েছে, তার সাংসদ রাহুল গান্ধি৷ তাই এব্যাপারে রাহুল যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন মানেকা৷ বন দফতরের সচিবের অপসরণও দাবি তুলেছেন তিনি৷ এভাবে হাতি হত্যায় বনমন্ত্রীর নিজের পদ থেকে সরে যাওয়া উচিৎ বলে মনে করেন মানেকা৷

advertisement

পলক্কড় অঞ্চলের সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের একটি গর্ভবতী হাতিকে খাবারের মধ্যে বাজি মিশিয়ে খাইয়ে খুন করে গ্রামবাসীরা। খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে হাতিটি। তখনই একদল গ্রামবাসী বাজি এবং বারুদে ঠাসা আনারস খেতে দেয় হাতিকে। খিদের চোটে কিছুই বুঝতে পারেনা হাতিটি, মুখে নিয়ে নেয় আনারস! তারপরের ঘটনা মর্মান্তিক! মুখের ভিতরেই বিস্ফোরণ হয় বারুদে ঠাসা আনারসের!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/ক্রাইম/
হাতির 'বিশ্বাস' রাখতে পারল না মানুষ! খুনিদের কড়া শাস্তি হবে জানালেন কেরলের মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল