TRENDING:

Crime news: ছ' বছরের সম্পর্ক, ছিল সন্তানও! দিল্লির তরুণীকে পুড়িয়ে মারল লিভ ইন পার্টনার

Last Updated:

ওই মহিলার দু'টি সন্তানও ছিল৷ প্রথম সন্তানটি তাঁর স্বামীর, দ্বিতীয় সন্তানটি লিভ ইন পার্টনারের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিল্লি: স্বামীকে ছেড়ে গত ছ' বছর ধরে লিভ ইন সঙ্গীর সঙ্গে থাকছিলেন। সেই লিভ ইন সঙ্গীর সঙ্গে সম্পর্কের জেরে একটি সন্তানেরও জন্ম দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত, মাদক সেবনকে কেন্দ্র করে বিবাদের জেরে সেই তরুণীকেই পুড়িয়ে মারলেন তাঁর লিভ ইন সঙ্গী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রাজধানী দিল্লিতে৷
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

গতকাল, সোমবার দিল্লির এইমস হাসপাতালে ২৮ বছর বয়সি ওই তরুণীর মৃত্যু হয়৷ গত ১১ ফেব্রুয়ারি পুলিশ জানতে পারে, অগ্নিদগ্ধ অবস্থায় এক মহিলাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ কিন্তু তাঁর আঘাত এতটাই গুরুতর ছিল যে পুলিশ ওই তরুণীর বয়ান রেকর্ড করতে পারেনি৷

আরও পড়ুন: স্বামী-শাশুড়িকে মেরে পিস-পিস করে কাটল মহিলা, অসম থেকে মেঘালয়ে ফেলে এল টুকরো

advertisement

খোঁজখবর করে পুলিশ জানতে পারে যে ওই মহিলা উত্তর পশ্চিম দিল্লির বলবির বিহারের বাসিন্দা৷ তিনি দিল্লির একটি জুতোর কারখানায় কাজ করতেন ওই তরুণী৷ পরে ওই তরুণীকে সফদরজং হাসপাতাল এবং সেখান থেকে এইমস-এর ট্রমা কেয়ার সেন্টারেও ভর্তি করা হয়৷

আরও পড়ুন: আইফোন অর্ডার দিয়ে কেনার টাকা নেই! ডেলিভারি বয়কেই খুন করে পুড়িয়ে দিল যুবক

advertisement

তদন্তে পুলিশ জানতে পারে, নিহত তরুণী তাঁর স্বামীকে ছেড়ে মোহিত নামে এক যুবকের সঙ্গে গত ছ' বছর ধরে থাকতেন৷ ওই মহিলার দু'টি সন্তানও ছিল৷ প্রথম সন্তানটি তাঁর স্বামীর, দ্বিতীয় সন্তানটি লিভ ইন পার্টনারের৷

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

শেষ পর্যন্ত ওই তরুণীর জবানবন্দি রেকর্ড করতে পারেনি পুলিশ৷ কিন্তু নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করে পুলিশ৷ সেই অভিযোগে নিহত তরুণীর পরিবার দাবি করে, গত ১০ ফেব্রুয়ারি রাতে মোহিত তার এক বন্ধুর বাড়িতে বসে মাদক সেবন করছিল৷ তা নিয়েই মোহিতের সঙ্গে ওই তরুণীর বচসা শুরু হয়৷ এর পরেই অভিযুক্ত ওই তরুণীর গায়ে তারপিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ৷ তরুণীর লিভ ইন পার্টনারকে আটক করে জেরা করছে পুলিশ৷ শুরু হয়েছে তদন্ত৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime news: ছ' বছরের সম্পর্ক, ছিল সন্তানও! দিল্লির তরুণীকে পুড়িয়ে মারল লিভ ইন পার্টনার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল