TRENDING:

সহপাঠীকে ধর্ষণে অভিযুক্ত চার বছরের শিশু

Last Updated:

সহপাঠীকে ধর্ষণে অভিযুক্ত চার বছরের শিশু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চার বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ উঠল তারই সহপাঠী বছর চারেকের শিশুর বিরুদ্ধে ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা অঞ্চলের ম্যাক্সফোর্ট স্কুলে ৷ নিগৃহীতার বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিশুকে আটক করেছে পুলিশ ৷ মেয়েটির মেডিকেল পরীক্ষায় যৌন হেনস্থার প্রমাণ মিলেছে ৷
advertisement

নিগৃহীতার মা জানিয়েছেন, মেয়েটির ওপর আঙুল ও ধারালো পেনসিল ব্যবহার করে ‘অত্যাচার’ চালিয়েছে বছর চারেকের ওই শিশু ৷ এর ফলে বাচ্চা মেয়েটির গোপনাঙ্গে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে ৷

গত ১৭ নভেম্বর শুক্রবার বাচ্চা মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার পর প্রচন্ড কান্নাকাটি করতে থাকে এবং জানায় তাঁর যৌনাঙ্গে প্রচন্ড ব্যথা ৷ আতঙ্কে বাচ্চাটি প্রথমে কিছু না বললেও পরে জানায়, স্কুল চলাকালীন স্কুলের এক নির্জন স্থানে নিয়ে গিয়ে তারই সমবয়সী, সহপাঠী তাঁর গোপনাঙ্গে আঙুল ঢুকিয়ে দেয় ৷ শুধু তাই নয় সূচালো শিসওয়ালা পেন্সিল দিয়েও অত্যাচার চালানো হয় ৷ ছাত্রীটি সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ সেখানে আসেননি ৷

advertisement

মেয়ের কাছ থেকে পুরো ঘটনাটি শুনে শিউরে ওঠে তার বাবা মা ৷ সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে পুরো ঘটনা জানানো সত্ত্বেও তারা কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ৷ স্কুলের তরফ থেকে কোনও সহযোগিতা না পেয়ে পুলিশে এফআইআর করেন তারা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

অবিশ্বাস্য মনে হলেও শিশুটির মেডিকেল পরীক্ষায় যৌন নিগ্রহের প্রমাণ মিলেছে ৷ অভিযুক্ত শিশুটি নিগ্রহের অভিযোগে আটক করেছে পুলিশ ৷ যদিও মনোবিদদের একাংশ ব্যাপারটিকে ধর্ষণ বলতে রাজি নন ৷ তাদের মতে এত কম বয়সী শিশুর যৌন আকাঙ্খা থাকতে পারে না ৷ সম্ভবত বিপরীত লিঙ্গের যৌনাঙ্গ নিয়ে কৌতুহলবশতই ছাত্রটি এমন কাণ্ড ঘটিয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
সহপাঠীকে ধর্ষণে অভিযুক্ত চার বছরের শিশু