শুক্রবার 9 জনকে নগর দায়রা আদালতে পেশ করা হয় | আদালত সূত্রে খবর, দেবাঞ্জনের আইনজীবীর বক্তব্য ছিল যে, গোপন ভাবে কাউকে আড়ালের জন্য দেবাঞ্জনকে সামনে আনা হচ্ছে | পরিস্থিতির শিকার হয়েছে দেবাঞ্জন | দেবাঞ্জন নিজে কাউকে বলেনি ভ্যাকসিন নিতে | আমহার্স্ট্রিট ক্যাম্পে মানুষ এসেছেন | তিনি আরও জানান যে, দেবাঞ্জন অসুস্থ ছিল কয়েক বছর আগে | কিন্তু টাকার অভাবে কাউন্সিলিং করতে তখন পারেনি, সিঁথিতে চিকিৎসককে দেখিয়েছিল| সরকারি কৌঁসুলি বিরোধীতা করে প্রশ্ন তোলেন, কেন ভুল ইনজেকশন দিল দেবাঞ্জন ? কেন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলল? দেবাঞ্জন ফ্রি ভ্যাকসিন ক্যাম্প করে ভুল ইনজেকশন দিল, কারও না মৃত্যু হলে বা অসুস্থ না হলে এটা ক্রাইম নয়? প্রতিটা লোকের এই মামলায় ভূমিকা রয়েছে |
advertisement
দু তরফে সওয়াল জবাব শুনে আমহার্স্ট্রিট কেস-এ দেবাঞ্জনের 23 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে | বাকি আট জনের 16 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক |
ARPITA HAZRA