এই ভিডিও ছড়িয়ে পড়ে মুহূর্তে। এরপর আসরে নামে আগ্রা পুলিশ। মুন্নিদেবীর নামে মামলা করা হয়। তাকে গ্রেফতারও করা হয়। তাকে আদালতে তোলা হয় এবং পরবর্তীতে জামিনও হয় মুন্নিদেবীর।
advertisement
পুলিশ সুপার কে ভেনটাক অশোক জানিয়েছেন যে, শাশুড়ি এবং বৌমা দু’জনের স্বামী মারা গিয়েছে। দুই বিধাবা মহিলা একসঙ্গে থাকেন ভাউপুরা গ্রামে।
মুন্নিদেবী পুলিশকে জানিয়েছে যে, তাকে না জানিয়ে শাশুড়ির বাড়ির বাইরে চলে যাওয়ার অভ্যাস মোটেই পছন্দ নয় তার। কারণ সে জানতেই পারে না কোথায় গিয়েছেন বৃদ্ধা। তাই তাঁকে খুঁজতে সারা গ্রাম ঘুরতে হয় তাকে। এসপি জানিয়েছেন যে, মুন্নিদেবীকে সতর্ক করা হয়েছে বৃদ্ধা শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার না করতে। মায়াদেবীকে খাবার দাবার দিয়েছে পুলিশ এবং তাঁকে আশ্বস্ত করা হয়েছে যে ভবিষ্যতে তাঁর ওপর আর হাত ওঠাবে না তাঁর বৌমা।
advertisement
Location :
First Published :
January 19, 2021 4:19 PM IST