TRENDING:

২৫ ফুট সুড়ঙ্গ খুঁড়ে মু্ম্বইয়ের ব্যাঙ্কে ডাকাতি, হাওড়া থেকে গ্রেফতার মূল পান্ডা

Last Updated:

২৫ ফুটের সুড়ঙ্গ খুঁড়ে ব্যাঙ্কের ভল্টে ঢুকে ডাকাতি। প্রায় তিন কোটি টাকা ও আট কেজি সোনার গয়না লুঠ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ২৫ ফুটের সুড়ঙ্গ খুঁড়ে ব্যাঙ্কের ভল্টে ঢুকে ডাকাতি। প্রায় তিন কোটি টাকা ও আট কেজি সোনার গয়না লুঠ। দুঃসাহসিক এই ডাকাতির ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়। সপ্তাহ ঘুরতেই সেই ঘটনার মূল পান্ডাকে গ্রেফতার করল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। গতকাল হাওড়ার পাঁচলা থেকে আবদুল সিরাজ ওরফে শেখ মইনুদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে।
advertisement

একেবারে সিনেমার কায়দায় পরিকল্পনা। রীতিমতো রেইকি করে ব্যাঙ্ক ডাকাতি। সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতরা পৌঁছে যায় ব্যাঙ্কের ভল্টে।

১২ নভেম্বর নভি মুম্বইয়ের একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে ডাকাতি হয়।

- ব্যাঙ্কের ভল্টে পৌঁছতে ডাকাতরা সুড়ঙ্গ খোঁড়ে

- প্রায় ২৫ ফুটের সুড়ঙ্গ খুঁড়ে ৮ ডাকাত ব্যাঙ্কে ঢোকে

- ৩০টি লকার ভেঙে লুঠপাট চালান হয়

নভি মুম্বইয়ের এই ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়।

advertisement

কী কী লুঠ?

- প্রায় ৩ কোটি টাকা ডাকাতি করা হয়

- ৮ কেজি সোনার গয়না লুঠ

তদন্তে নেমে ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। কাজে লাগান হয় পুলিশের সোর্সদের। মোবাইলের টাওয়ার লোকেশনও খতিয়ে দেখা হয়। সেই সূত্রে খরব মেলে, হাওড়ার পাঁচলায় আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়ে আছে ডাকাতির মূল পান্ডা আবদুল সিরাজ ওরফে শেখ মইনুদ্দিন। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের একটি দল কলকাতায় আসে। পাঁচলা থানার সঙ্গে যৌথ অভিযানে নেমে শেখ মইনুদ্দিনকে গ্রেফতার করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ধৃতকে মুম্বই নিয়ে যায় ক্রাইম ব্রাঞ্চ। আগেই ডাকাতিতে জড়িত সন্দেহে সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলা খবর/ খবর/ক্রাইম/
২৫ ফুট সুড়ঙ্গ খুঁড়ে মু্ম্বইয়ের ব্যাঙ্কে ডাকাতি, হাওড়া থেকে গ্রেফতার মূল পান্ডা