জানা গিয়েছে স্থানীয় এক মহিলা রূপনারায়ণপুর বাজার থেকে পুজোর সামগ্রী ক্রয় করে রূপনগরের দিক হয়ে বাড়ি ফিরছিলেন।তখনই ঠিক পিছন আসতেই ঝাড়খন্ড নাম্বারের এক বাইকে করে দুই ছিনতাইবাজ ওই মহিলার হার ছিনতাই করতে যায়।
advertisement
তখনই মহিলার চিৎকার করতেই স্থানীয় মানুষজন ছুটে আসে এবং ওই দুই ছিনতাইকারী করে পালাতে গিয়ে বাইকটি পড়ে গেলে একজন ছিনতাইবাজ কোনও রকমে ছুটে পালিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দারা একজন ছিনতাইবাজকে ধরে ফেলে।
খবর পেয়ে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এলে ওই ছিনতাইকারীকে রূপনারায়ণপুর পুলিশ এর হাতে তুলে দেওয়া হয়। এর পাশাপাশি ঝাড়খন্ড নাম্বারের ওই বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2023 7:18 PM IST