জানা গিয়েছে, সোমবার সকালে ওই দম্পতির ঘর বাঁচার কান্নার শব্দ শুনতে পায় পরিবারের সদস্যরা। অনেক ডাকাডাকি পরেও কোন সাড়াশব্দ না মেলায় পরিবারের সদস্যরা জানালা দিয়ে দেখতে পায় দুই বছরের শিশু কন্যাটি বিছানায় উপর বসে কাঁদছে। ওই শিশুটির মা বিছানায় শোওয়া অবস্থায় রয়েছে। এবং নান্টু রায় নামে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করে। তবে কী কারণে এই ঘটনা ঘটল নান্টু রায়ের পরিবারের সদস্যরা কিছু জানেন না।
advertisement
আরও পড়ুন: মাস ছয়েক আগেই বোলপুরে এসেছিলেন ঐন্দ্রিলা, নিজের হাতে করেছিলেন ভিডিও! দেখুন...
অন্যদিকে, সোম রায়ের বাবা বাড়ির লোকজনের অভিযোগ বিয়ের পর থেকে মেয়ের উপর অত্যাচার চালাত তার স্বামী বলে অভিযোগ। সেই অশান্তির কারণেই সোমা রায়কে খুন করে পরে তার স্বামী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে বলে সোমার পরিবারের সদস্যদের দাবি।
আরও পড়ুন: দেহ লোপাট করতে প্রাক্তন নৌসেনা কর্মীকে করাত দিয়ে কাটে স্ত্রী ও ছেলে! বারুইপুরে হাড়হিম কাণ্ড
খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশ দাসপাড়া ফাঁড়ির পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তবে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে ওই ব্যক্তি না দুজনে মিলে আত্মহত্যার করেছে তদন্ত শুরু করেছে পুলিশ।
চঞ্চল মোদক
